আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ- জগন্নাথপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন।
বুধবার (০৫ নভেম্বর) সকালে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, আমি ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চাই। শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের উন্নয়নে অবদান রাখতে এবং এলাকার সাধারণ মানুষকে সেবা দিতেই আমি নির্বাচন করবো। আধুনিক শান্তিগঞ্জ ও জগন্নাথপুর বিনির্মাণে সুনামগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিতে চাই।’
একইসঙ্গে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সহিংসতা মুক্ত, চাঁদাবাজি ও জবরদখলমুক্ত তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। সুনামগঞ্জ -৩ আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থনও চেয়েছেন।
তিনি আরও জানান শীঘ্রই তাঁর নির্বাচনী এলাকার মানুষদের সাথে বৈঠকে বসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন।