বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

পারিবারিক কলহে ভাতিজার দা’র কোপে চাচা গুরুতর আহত

সিলেটের বিয়ানীবাজারের কালাইউরা গ্রামে পারিবারিক কলহের জেরে আপন চাচাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে ভাতিজা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত চাচাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালাইউরা গ্রামের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বুধবার দুপুরে আগে থেকে ওঁত পেতে থাকা ভাতিজা হঠাৎ দা নিয়ে তার চাচার ওপর হামলা চালায়। এতে চাচার মাথা, কাঁধ ও হাতে একাধিক কোপ লাগে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর থেকে হামলাকারী ভাতিজা পলাতক রয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি মো আশরাফ উজ জামান বলেন, এ বিষয়ে অবগত আছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো