আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। আজ বিকেলে দলের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
প্রাথমিকভাবে ঘোষিত তালিকা অনুযায়ী, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনের নাম ঘোষণা করা হয়েছে।
কেন্দ্র থেকে তার নাম ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডা. জীবনকে অভিনন্দন জানিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় এবং তারা পোস্ট দিতে শুরু করেন।
মনোনয়ন লাভের পর ডা. জীবন বানিয়াচং-আজমিরীগঞ্জের দলীয় নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে তাৎক্ষণিক বার্তা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। তার ফেসবুক বার্তায় ডা. জীবন প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বানিয়াচং-আজমিরীগঞ্জের সকলকে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে হবিগঞ্জ-২ আসনে নির্বাচনী আমেজ আরও জোরালো হলো এবং ডা. জীবনকে ঘিরে স্থানীয় বিএনপিতে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।