সিলেটে উদ্ধার করা দুটি বিস্ফোরক সেনাবাহিনীর সহায়তায় নিষ্ক্রিয় করেছে বিজিবি।
সোমবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় এগুলো নিষ্ক্রিয় করে বলে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান।
বিজিবি জানায়, শুক্রবার রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় দলটি অভিযান পরিচালনা করে। এ সময় একটি বালুর স্তূপের নিচ থেকে একটি বিদেশী রিভলবার, দুটি ডেটোনেটর এবং ২৫০ গ্রাম ওজনের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। রিভলবারটি নিয়ম অনুযায়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “সীমান্তের নিরাপত্তা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে উদ্ধার করা বিস্ফোরকগুলো সীমান্ত থেকে দূরবর্তী একটি নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।
“দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
তিনি বলেন, সীমান্তের নিচ্ছিদ্র নিরাপত্তা ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের অস্ত্র-বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।’’