সোমবার, ১০ নভেম্বর ২০২৫
সোমবার, ১০ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

হাসপাতাল থেকে ‘নিখোঁজ’, একদিন পর শাহপরান মাজারের পুকুর থেকে মরদেহ উদ্ধার

সিলেটের শাহপরাণ (রহ.) মাজার পুকুরে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মাজারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম হারুন মিয়া (৩০)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহতের গলায় গভীর কাটা দাগ এবং হাতে কেনোলা বা আঁচড়ের চিহ্ন রয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হারুন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার তিনি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরদিন সকালে মাজারের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এটি আত্মহত্যা নাকি অন্য কিছু এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিস্তারিত জানা যাবে।’

এই সম্পর্কিত আরো