দৈনিক সোনালী কণ্ঠের সিলেট বিভাগীয় প্রধান মো. ইসলাম আলী, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন টিপু এবং দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার হিলাল উদ্দিন শিপুর পিতা ও বিশিষ্ট মুরুব্বি আব্দুর নুর-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
এক শোকবার্তায় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ (দৈনিক যুগান্তর, মিরর), সহ-সভাপতি মো. আব্দুস শহিদ (দৈনিক মানবজমিন, একাত্তরের কথা), সহ-সভাপতি শাহ মো. হেলাল (দৈনিক কালবেলা, সবুজ সিলেট), যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমদ (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ জাগির হোসেন (সকালের সময়, জাগ্রত সিলেট), দপ্তর ও প্রচার সম্পাদক তারেক আহমদ (দৈনিক উত্তরপূর্ব), সদস্য রজত চন্দ্র দাস ভুলন (দৈনিক বায়ান্ন), নির্বাহী সদস্য মোহাম্মদ শিপন খান, এম.এ কাদির (শ্যামল সিলেট), আবুল কাশেম অফিক এবং ম.আ মুকিত মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন—আব্দুর নুর ছিলেন একজন ধর্মপ্রাণ, বিনয়ী ও সমাজপ্রেমী মানুষ। তাঁর মৃত্যুতে পরিবার যেমন একজন অভিভাবককে হারিয়েছে, তেমনি সমাজ হারিয়েছে এক প্রজ্ঞাবান ও নীতিবান ব্যক্তিত্বকে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক টিপু ও শিপুর পিতা আব্দুন নুর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।