সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বেড়ানো হলোনা ফিরলেন লাশ ও রক্তাক্ত হয়ে!

ভোলাগঞ্জ সিলেট মহাসড়কে ট্রাক্টর চাপায় সিএনজি দুমড়ে মুচড়ে আহত ৫ নিহত ১

সিলেট কোম্পানীগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জস্হ শাহ আরেফিন পয়েন্টে অবৈধ পাথরবাহী ট্রাক্টর চাপায় সাদা পাথর অভিমূখী একটি সিএনজি অটোরিক্সাকে দূমড়ে মুচড়ে দেয়ার ঘঠনা ঘঠেছে। এতে জিয়া মো. জিয়াউল হক (৬৫) বয়সী এক ভ্রমণকারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তি জামালপুরের মোবারক চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় একই পরিবারের আরও ৪ জনসহ মোট ৫ জন আহত হয়েছেন।

স্হানীয় প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, শনিবার (১ নভেম্বর) দুপুর ১১.৪৫ মিনিটের সময় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন জামালপুর জেলার সাদা পাথরে বেড়াতে আসা মোঃ সম্রাট (৩৭), তার স্ত্রী সুমাইয়া (২৮), মেয়ে সাওদা (১০), ছেলে সিনান (৮) ও সিএনজি চালক কোম্পানীগঞ্জের রমজান আলী। তাদের মধ্যে শিশু সিনানের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে পর্যটকবাহী একটি সিএনজি অটোরিকশা ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্রের দিকে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে পৌঁছার সময় শাহ আরেফিন টিলা থেকে নেমে আসা একটি পাথরবাহী ট্রাক্টর হঠাৎ দ্রুতগতিতে মহাসড়কে উঠতে গেলে সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম বলেন, ভোলাগঞ্জ শাহআরেফীন পয়েন্টে দুপুর ১২ টায় দূর্ঘঠনার খবর পেয়ে ঘঠনাস্হল থেকে সিএনজি ও ট্রাক্টর পুলিশ হেফাজতে আনা হয়েছে। দূর্ঘঠনায় আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় স্হানীয়দের সহযোগিতায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের মৃত্যুর কথাও জানিয়েছেন ওসি রতন শেখ। 

এই সম্পর্কিত আরো