মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে দুই নৌকা আটক,উপজেলা প্রশাসনের নীরবতায় প্রশ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে এগারোটায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে থানার একটি টিম এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলাই নদীতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে বালুভর্তি দুটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়।

ওসি মো. জাহিদুল হক বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আটক নৌকাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ— প্রশাসনের নীরব ভূমিকায় দিন দিন বেড়েই চলেছে নদী থেকে বালু উত্তোলন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অরুপ রতন সিংহ নিয়মিত মনিটরিং না করায় চিলাই নদীসহ বিভিন্ন স্থানে বালু মাফিয়ারা দাপটের সঙ্গে নদী কেটে ফেলছে।

স্থানীয়রা বলেন, “ইউএনও’র দায়িত্বহীনতার কারণেই বালু ব্যবসায়ীরা রাতের আঁধারে নির্বিঘ্নে নদী থেকে বালু তুলছে। এতে একদিকে নদী ভাঙন বেড়েছে, অন্যদিকে সরকার রাজস্ব হারাচ্ছে।”

এ বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

এই সম্পর্কিত আরো