 
    
    
 
        
        সুনামগঞ্জের জামালগঞ্জে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “কিশোরকণ্ঠ মেধা বৃত্তি প্রতিযোগিতা-২০২৫।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮৫০ জন শিক্ষার্থী।
প্রাথমিক ও মাধ্যমিক—দুই বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতার উৎকৃষ্ট প্রকাশ ঘটায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কিশোর কণ্ঠের এই মেধা বৃত্তি আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা, আত্মবিশ্বাস ও শিক্ষার প্রতি অনুপ্রেরণা সৃষ্টি করবে।
মেধা বৃত্তি পরীক্ষায় জামালগঞ্জ কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার প্রতিনিধি রাকাব আহমদ শিশির।
এ সময় হল পরিদর্শন করেন বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল ইসলাম, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহকারী চেয়ারম্যান, পৃষ্ঠপোষক আব্দুল তাহিদ, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম জামালগঞ্জ উপজেলা শাখার পরিচালক আ. জ. ম.ওবায়দুল্লাহ, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম জামালগঞ্জের সহকারী পরিচালক মোবারক হোসেন তালহাসহ পাঠক ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।
জানা যায়, সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় মোট ১৮টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলায় প্রায় সাড়ে ৯ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে, যারা ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী।
শুক্রবার সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে প্রতিটি কেন্দ্র উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন পড়ালেখার প্রতি তাদের আগ্রহ ও মনোযোগ আরও বাড়িয়ে তুলবে।
উল্লেখ্য, মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই কিশোর কণ্ঠের অফিসিয়াল পেজে প্রকাশ করা হবে।