সুনামগঞ্জের জামালগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুরের সভাপতিত্বে সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন বিষয় আলোচনা হয়।
সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া, জামালগঞ্জ সদর প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ।