আমাদানি রপ্তানির পাশাপাশি প্রকৃতিকন্যা জাফলং এর বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনবান্ধন স্পট সোনাটিলা মেঘালয় ডাউকি ভিও পয়েন্টে রয়েছে তার প্রতিষ্ঠিত আবাসিক হোটেল ও রেষ্টুরেন্ট। অদূর ভবিষ্যতে এই পর্যটন স্পটকে ঘিরে আরো বিনিয়োগ করার মহাপরিকল্পনা কথা তিনি জানান।
এছাড়াও তার জন্মমাটি গোয়াইনঘাট নলজুরী এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনে শীর্ষ পদে থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়ীত রয়েছেন।
আসন্ন ১লা নভেম্বর অনুষ্ঠিতব্য "দ্যা সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি"-এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে অ্যাসোসিয়েট পরিচালক পদে ৪ নং ব্যালট নম্বরে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ ও উদ্যমী ব্যবসায়ী ও উদ্যোক্তা ওমর ফারুক।
তিনি সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। ব্যবসায়ী সমাজের উন্নয়ন, স্বার্থরক্ষা ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই তরুণ প্রার্থী।
নির্বাচনকে সামনে রেখে ওমর ফারুক চেম্বারের সকল সদস্য ব্যবসায়ীদের উদ্যেশে বলেন, "আমার লক্ষ্য হল সততা, স্বচ্ছতা এবং সকল ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সিলেট চেম্বারের উন্নয়ন ও অগ্রযাত্রায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।"
তিনি ব্যবসায়ী ভোটারদের আন্তরিক সমর্থন, দোয়া ও মূল্যবান ভোট কামনা করেছেন।
এসোসিয়েট প্রার্থী হিসেবে ওমর ফারুক ৪ নং ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পদ: অ্যাসোসিয়েট পরিচালক (প্রার্থী), দ্যা সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
তরুণ এই ব্যবসায়ী ও উদ্যোক্তা তামাবিল স্থলবন্দর আমদানি রপ্তানি বানিজ্যের সাথে সম্পৃক্ততার পাশাপাশি জাফলং পর্যটন তার মালিকানাধীন মেসার্স ফোর স্টার এন্টারপ্রাইজ তামাবিল স্থলবন্দরে পাথর আমদানি রপ্তানি ব্যবসায় সুনামের সাক্ষর রেখে চলেছে।
এ ছাড়া প্রকৃতিকন্যা জাফলং এ জাফলং ভিউ রেস্টুরেন্ট ও স্পটের প্রাণকেন্দ্রে সদ্য চালু হওয়া জাফলং ভিউ গেস্ট হাউজ ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে আহত পর্যটক ও দর্শনার্থীদের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে।
এর পাশাপাশি জৈন্তাপুর গোয়াইনঘাট উপজেলার সীমান্তঘেষা জনপদ গোয়াইনঘাটের নলজুরী অগ্রগামী যুব সংঘের একাধিক বারের নির্বাচিত সভাপতি হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও উত্তর সিলেটের অন্যতম ব্যবসায়ী সংগঠন তামাবিল পাথর আমদানীকারক গ্রুপ প্রাক্তন সহ সাধারণ সম্পাদকের দায়িত্বে নিয়োজিত থাকার পাশাপাশি দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আগামী ১লা নভেম্বর সিলেটের ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ বানিজ্যিক সংঘঠন দ্যা সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে তরুণ এই উদীয়মান ব্যবসায়ী ও উদ্যোক্তা চেম্বারের সকল ভোটারদের নিকট সহযোগিতা ও দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।