সিলেটের গোয়াইনঘাটে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবক খুন হয়েছেন এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আল আমিন (৩০)। তিনি আহারকান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে আহারকান্দি বাজারের দোকানের পিছনের জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন মোস্তফা মিয়া এবং নুর হোসেনের লোকজন। এতে মোস্তফা মিয়ার ছেলে আল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে প্রাথমিকভাবে আটক এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।তিনি জানান, নিহতের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।