সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় শিক্ষার্থীর মানোন্নয়নে শান্তিগঞ্জ মডেল বাস্তবায়নে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার ৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে ২৫ মার্ক করে মোট ১০০ মার্কের পরীক্ষা দিয়েছে উপজেলার চতুর্থ শ্রেণির ২হাজার ৫ শত ৮৩ জন এবং পঞ্চম শ্রেণির ২হাজার ২শত ৩৭ জন শিক্ষার্থী।
এসময় জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হাসিবুল হাসান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রইছ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ফারজাল হোসেন।