সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শাল্লায় নৌ-পুলিশের মাদক আটককান্ডে ১৫০ লিটার মদসহ তিন মোটরসাইকেল উদাও! আবেদন না করেই ও পরীক্ষা না দিয়েই সরকারি চাকরি সালমান শাহ হত্যা মামলায় সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা কুলাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে অভিযান ৩ যাত্রীকে জরিমানা শেষ মুহূর্তে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ - দিরাই-শাল্লা আসনে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় নেতাকর্মীরা কুলাউড়ায় বিজিবি ক্যাম্পের পাশ থেকেই মূল্যবান সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ জাপানে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানা গেল ‘নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে’ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ নেই: আমির খসরু
advertisement
সিলেট বিভাগ

সিলেটে রেলের জমি দখল করে নির্মিত সেই মসজিদ উচ্ছেদ করল প্রশাসন

সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের জমি দখল করে নির্মাণ করা মসজিদ উচ্ছেদ করা হয়েছে।

শনিবার বিকেলে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে এই মসজিদ গুড়িয়ে দেয়। এর আগে মসজিদ থেকে কোরআন শরীফসহ গুরুত্বপুর্ণ সামগ্রী সরিয়ে নিতে মসজিদ কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়।

রোববার ওই এলাকায় গিয়ে দেখা যায়, বাঁশ টিন দিয়ে নির্মিত ওই মসজিদটি আর নেই। তবে বাঁশের বেড়াসহ বিভিন্ন সমগ্রী পড়ে আছে ওই এলাকায়। এছাড়া মসজিদের একটি ব্যানারও পড়ে আছে মাটিতে।

এসময় মসজিদের মোতোয়াল্লি পরিচয় দেওয়া একজন জানান, সরকারি জমিতে নির্মিত হওয়ায় গতকাল প্রশাসন এটি ভেঙে ফেলেছে।

তিনি বলেন, এটি সরকারি জায়গা। এখানে মসজিদ নির্মাণের আগে কারো অনুমতি নেওয়া হয়নি। স্থানীয়দের সুবিধার্থে মসজিদটি নির্মাণ করা হয়েছিলো।

রোববার বিকেলে নামাজ পড়তে আসা এক পরিবহন শ্রমিক জানান, এখানে আমি নিয়মিত নামাজ পড়তাম। আজ এসে দেখি এটি ভাঙা।

জানা যায়, গত বছরে রেলের জমি দখল করে ‘৩৬০ আউলিয়া জামে মসজিদ’ নামে এই মসজিদটি নির্মান করে স্থানীয় কিছু লোক।

২২ অক্টোবর রাতে সিলেটের রেলস্টেশনে এলাকায় অভিযানে যান জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ঘটনাস্থলে গিয়ে তিনি সিলেটের রেলস্টেশনের জমিতে নির্মিত মসজিদটি সরিয়ে নিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় বেঁধে দেন।

জেলা প্রশাসকের দেওয়া সময়সীমা অতিক্রম হওয়ার এটি না সরানোতে শনিবার মসজিদটি ভেঙে দেয় প্রশাসন।

এব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছিলেন, ‘সরকারি জায়গা দখল করে কেউ মসজিদ বানাতে পারে না। রেলের নির্ধারিত মসজিদ আগেই আছে, তাই নতুন করে আরেকটি মসজিদের প্রয়োজন নেই।’

তিনি আরও বলেছিলন, ‘একদল প্রভাবশালী ব্যক্তি পরিকল্পিতভাবে রেলের সরকারি জায়গা দখল করে এই স্থাপনা তুলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেহেতু রেলওয়ের নির্ধারিত মসজিদ আছে সেহেতু এখানে আর কোনো মসজিদের প্রয়োজন নেই। শীঘ্রই এই স্থাপনাটি অপসারণ করে জায়গাটি মুক্ত করা হবে।’

এই সম্পর্কিত আরো

শাল্লায় নৌ-পুলিশের মাদক আটককান্ডে ১৫০ লিটার মদসহ তিন মোটরসাইকেল উদাও!

আবেদন না করেই ও পরীক্ষা না দিয়েই সরকারি চাকরি

সালমান শাহ হত্যা মামলায় সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুলাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে অভিযান ৩ যাত্রীকে জরিমানা

শেষ মুহূর্তে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ দিরাই-শাল্লা আসনে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় নেতাকর্মীরা

কুলাউড়ায় বিজিবি ক্যাম্পের পাশ থেকেই মূল্যবান সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

জাপানে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানা গেল

‘নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে’

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ নেই: আমির খসরু