জৈন্তাপুরে তারুণ্যের উৎসব-২০২৫'র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনে স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আঁকা চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারী সোমবার সকালে নিজপাট ইউনিয়ন পরিষদ চত্বরে তারুণ্যের উৎসবের প্রথম দিনের কর্মসূচির উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া।
উপজেলা প্রশাসন আয়োজিত আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে এই উৎসব পালিত হবে। প্রথম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিনামূল্যে ব্লাডসুগার, ব্লাড গ্রুপ নির্ণয় ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে।
এছাড়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় আয়োজিত নবম ও তার উপরের শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ওপর আঁকা ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি নিজপাট ইউনিয়ন পরিষদ অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।
এসময় উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) আজিজুল হক খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, সেলিম আহমেদ, শফিকুল হক, মাসুক আহমেদ সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ নেতৃত্ব সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তারুণ্যের উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীবৃন্দ।