শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

১৮ নভেম্বর সাদারপাড়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল

সিলেট শহরের প্রাণকেন্দ্র উপশহরস্ত এ- ব্লকের পাশে  সাদার পাড়া মসজিদ সংলগ্ন " মাদরাসাতুল হুদা সাদার পাড়ার" বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ১৮ নভেম্বর২০২৫ঈসায়ী রোজ মঙ্গলবার। মাদরাসা কমিটির আয়োজনে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা শায়খ ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব-ফেনী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- মাওলানা শায়খ আব্দুল ক্বাদির সাহেব বাগেরখালী, শায়খুল হাদীস হরিপুর বাজার মাদরাসা। মাওলানা শায়খ মমতাজ উদ্দীন সাহেব বড়দেশী, মুহতামিম রাজাগঞ্জ মাদরাসা। মাওলানা আতাউল হক সাহেব জালালাবাদী, শিক্ষা সচিব দরগাহ মাদরাসা। মাওলানা শায়খ নজরুল ইসলাম কাসিমী সাহেব, শায়খুল হাদীস সোবহানীঘাট মাদরাসা। মাওলানা তাফহিমুল হক সাহেব, সাহেবজাদায়ে হবিগঞ্জী। (বয়ান: বাদ-মাগরিব) মাওলানা শায়খ শরীফ উদ্দিন ক্বাসিমী সাহেব বড়বন্দী, ইমাম ও খতিব আকবরী জামে মসজিদ সিলেট। মাওলানা আব্দুল বারী সাহেব, মেীলভীবাজার।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা শায়খ মাশুক উদ্দিন সাহেব বড়বাড়ী, মুহতামিম জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ সিলেট। মাওলানা শায়খ নাছির উদ্দিন সাহেব, মুহতামিম গাজী বোরহান উদ্দিন মাদরাসা। মাওলানা শায়খ সাইফুল্লাহ সাহেব, মুহতামিম নয়াসড়ক মাদরাসা। মাওলানা শায়খ হিলাল আহমদ সাহেব, মুহতামিম হরিপুর বাজার মাদরাসা। মাওলানা শায়খ রফিকুল ইসলাম সাহেব হাতিমবাগি, মুহতামিম ফাতিমাতুয যাহরা রা. মহিলা মাদরাসা দরবস্তু। মাওলানা আব্দুল্লাহ বিন হুসাইন সাহেব, ইমাম ও খতিব সাদারপাড়া জামে মসজিদ।

উক্ত ওয়াজ মাহফিলে সকল ধর্মপ্রান মুসলিমদের শরিক হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

দাওয়াতক্রমে
এলাকাবাসীর পক্ষে
মুফতি আজিজুর রহমান 
মুহতামিম উক্ত মাদ্রাসা।
যোগাযোগঃ ০১৭৩৩৯৭৪২৬৪/০১৭২৬৬৯০৮৬৬

এই সম্পর্কিত আরো