আর্ত-মানবতার সেবায় নিয়োজিত অলাভজনক সংগঠন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে (Rukon Development Foundation UK)-এর উদ্যোগে বালাগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘আত-তাকওয়ায় বৃক্ষরোপণ অভিযান’।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রুগনপুর এলাকায় সংগঠনটির আত-তাকওয়া মেগা প্রকল্পের নিজস্ব জমিতে এই কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র
আত-তাকওয়ায় প্রকল্পের অন্যতম ফাউন্ডার ও গহরপুর অ্যাসোসিয়েশন ইউকে’র সিনিয়র সহসভাপতি ইকরাম আহমদ ইলিয়াছ।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অসহায় মানুষের ফলের চাহিদা পূরণের লক্ষ্যেই এই বৃক্ষরোপণ অভিযান আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, এই মেগা প্রকল্পে এতিমখানা, মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, স্বাস্থ্যকেন্দ্র ও একটি মেটারনিটি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। যা এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইকরাম আহমদ ইলিয়াছ প্রবাসীদের উদ্দেশে বলেন, দেশপ্রেম ও সমাজসেবার চেতনাকে কাজে লাগিয়ে সবাইকে এই মানবিক উদ্যোগে যুক্ত হতে হবে।
তিনি জানান, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আলী আহমেদ নেছাওর-এর পরিবারের দানকৃত জমিতেই সম্পূর্ণ অলাভজনক এই ‘আত-তাকওয়া মেগা প্রকল্প’ বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়—এটি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ার প্রতীক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রকল্পের উপদেষ্টা আ.ফ.ম. শামীম, প্রকল্পের উপদেষ্টা ও দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, নির্বাহী সদস্য এম এ কাদির, গহরপুর ব্লাড ফাইটার্স-এর সভাপতি মোশারফ হোসেন কামরান, সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজসহ অনেকে।
আয়োজকরা জানান, এই বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে স্থানীয়ভাবে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি হবে এবং সমাজে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।