জৈন্তাপুরের দরবস্ত পাকড়ী গ্রামের প্রবাসী ইমরান আহমদের ওপর দীর্ঘদিন ধরে চলমান অন্যায় আচরণ ও হয়রানির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ।
প্রবাসী গ্রুপের নেতা জামাল আব্দুন নাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ইমরান আহমদ একজন সহজ-সরল, অমায়িক ও নিরীহ প্রবাসী, যিনি প্রবাসে হাড়ভাঙা পরিশ্রমের উপার্জনে নিজের জীবিকা নির্বাহের পাশাপাশি আর্তমানবতার সেবায় নিয়োজিত। তিনি দীর্ঘদিন ধরে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ ও ছিকন্দর আলী শিক্ষা ফোরাম-এর মাধ্যমে জৈন্তাপুর উপজেলার শিক্ষার মান উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ও তথ্য অনুযায়ী, স্থানীয় এক ব্যক্তির হাতে এই মানবহিতৈষী প্রবাসী মারাত্মকভাবে হয়রানির শিকার হচ্ছেন, যা উদ্বেগজনক।
এ প্রেক্ষিতে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের পক্ষ থেকে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকা সেনা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়— সত্য-মিথ্যা যাচাই করে নিরীহ প্রবাসী ইমরান আহমদকে জুলুমের হাত থেকে রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য।