অসামজিক কার্যকলাপের অভিযোগে সিলেট নগরীতে গত এক সপতাহে অভিযান চালিয়ে চারটি হোটেল সিলগালা করা হয়েছে।
এছাড়া এই সময়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।
সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সিলগালা করা হোটেলগুলো হলো- সিলেট রেস্ট হাউজ, বিলাস আবাসিক হোটেল,
গ্রান্ড সাওদা হোটেল ও আল সাদী হোটেল।
এছাড়া গত এক সপ্তহে ইয়াবা ২৫০ পিস, বিদেশী মদ ৫৮৭ বোতল, গাঁজা ২০০ গ্রাম ও চোলাই মদ ১০২ লিটার উদ্ধার করেছে মহানগর পুলিশ।
চোরাচালান পণ্য উদ্ধারের মধ্যে রয়েছে- ভারতীয় শাড়ি ২০৭১ পিস, ভারতীয় চকলেট ৩১ প্যাকেট, স্কিন কেয়ার ক্রিম ১৬০০ পিস, ভারতীয় বিড়ি ১,৬৮,০০০ শলাকা, বিদেশী সিগারেট ৭৭০ প্যাকেট।
গত সপ্তাহে নগরী থেকে মাদক ব্যবসায়ী ১৬ জন, তালিকাভুক্ত ছিনতাইকারী ১০ জন ও চিহ্নিত চোর ২৪ জনসহ মোট দুই শতাধিকজনকে গ্রেপ্তার করা হয়েছে।