সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কামরূপদলং গ্রামে পূর্ব শত্রুতা ও জুমার নামাজের পর কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কামরূপদলং গ্রামের আনোয়ার হোসেন (পিতা: শের আলী) নেতৃত্বাধীন একটি পক্ষ ও হাসনাত (পিতা: মৃত শফিজ আলী) নেতৃত্বাধীন অপর পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জুমার নামাজ শেষে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে আনোয়ার হোসেনপক্ষের অন্তত ১৫ জন আহত হন।
এর মধ্যে ৭ জন গুরুতর আহত এবং ৮ জন সামান্য আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত দুদু মিয়া (৬০) কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহতরা হলেন: দুদু মিয়া (৬০), পিতা: মৃত আব্দুল করিম, গুল নাহার (৪০), স্বামী: আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন (৪৫) পিতা: শের আলী, সোনিয়া (২০), পিতা: শুনু মিয়া, মাসুমা (১৭), পিতা: মৃত আব্দুল মান্নান, রায়হানা বেগম (৪৫), স্বামী: মৃত নুর মিয়া, দিলারা (৬০), স্বামী: মৃত আব্দুল মুনাফ।
সাধারণভাবে আহতরা হলেন: ইয়াহিয়া (৩০), সালেহ আহমদ (৪০), নাজমুল (১৮), মুজাহিদ (৩৮), আলী আহমদ (৩২), শামীম আহমদ (৩২), ফয়জুন নূর (৩০) ও জুনায়েদ (৩৩)। সংঘর্ষে দ্বিতীয় পক্ষের কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে কাজ করছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।