মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. জাকির হোসেন যোগদান করেছেন। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য বদলিপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আকতারের কাছ থেকে তিনি আনুষ্টানিকভাবে দায়িত্ব গ্রহন করেন।
গত রবিবার (১২জানুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফের স্বাক্ষরিত পত্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও ডা. ফেরদৌস আকতারকে বড়লেখায় বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।
৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. জাকির হোসেন কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাসিন্দা। শিশুরোগ চিকিৎসায় অভিজ্ঞ হিসেবে উপজেলায় তাঁর ব্যাপক সুনাম রয়েছে। এর আগে তিনি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান।
এক প্রতিক্রিয়ায় ডা. জাকির হোসেন উপজেলার মানুষকে হাসপাতালে এসে চিকিৎসা গ্রহনের আহবান জানান। মানসম্মত ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনাতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।