সিলেট মহানগর মহিলা দলের অন্তর্ভূক্ত সিলেট সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের উপশহরস্থ অভিজাত রেস্টুরেন্টে এক কর্মী সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর ) বাদ এশা ওয়ার্ডের উপশহরস্থ জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আসমা আলম ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী উপস্থিত কর্মী সভায় সর্বসম্মতিক্রমে ২৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সিলেট মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আসমা আলম ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী স্বাক্ষরিত এক পত্রে রওশন আরা সিদ্দিকীকে আহবায়ক ও মোছা ছামছুর নাহার সুমাকে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- তাহসিন শারমিন তামান্না, ফাহিমা আহাদ কুমকুম, ফারজানা বক্স রেহানা, পারভিন বেগম, জাহানারা আছাদ রুবিন, সুলতানা পারভিন, খায়রুন নেছা মিতু, জান্নাতুল ফেরদৌস রত্না, কুলসুমা বেগম, শিউলী বেগম, লিজা বেগম, হেনা বেগম, প্রিয়াংকা বেগম, মরিয়ম বানু, রাহিমা ইকবাল, সেলিনা বেগম, হালিমা বেগম, রাসুদা আক্তার, রিমা বেগম, পারভিন বেগম (২), ইয়াসমিন বেগম, মিতু বেগম, খুদেজা বেগম, শিরিয়া চৌধুরী শিরিন, সেলিনা বেগম।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, মহানগরের সহ-সভাপতি ও ২২ নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক ও ২২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা কবির শেপী।