বুধবার, ২২ অক্টোবর ২০২৫
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
২২ নং ওয়ার্ড মহিলা দলের ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন কোম্পানীগঞ্জে শীঘ্রই শুরু হচ্ছে লোডিং এক্সেল কন্ট্রোল স্টেশনের কার্যক্রম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ৮১৪ সামিরা-ডনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে দুই ট্রাক সাদাপাথর জব্দ, দেড় লাখ টাকা জরিমানা বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে: মির্জা ফখরুল নভেম্বরে গণভোটের প্রস্তাব মামার বাড়ির আবদার: রিজভী যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার যুগল ৫ দিনের রিমান্ডে
advertisement
সিলেট বিভাগ

শিক্ষক, শিক্ষার্থীসহ উপজেলা জুড়ে আনন্দের জোয়া

কুলাউড়ায় শ্রীপুর জালালিয়া মাদরাসাকে কামিল (মাস্টার্স) শ্রেণিতে পাঠদানের অনুমতি

মৌলভীবাজারের কুলাউড়ায় ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়ায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শ্রীপুর জালালিয়া ফাজিল মাদরাসা দীর্ঘ প্রচেষ্ঠার পরে কামিল (স্নাতকোত্তর) শ্রেণীতে পাঠদানের প্রাথমিক অনুমতি লাভ করেছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে হাদিস বিভাগে কামিল স্তর খোলার এই অনুমোদন দিয়েছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ শামসুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর মাধ্যমে মাদরাসাটি মৌলভীবাজার জেলার মধ্য দ্বিতীয় এবং কুলাউড়া উপজেলার ইতিহাসে প্রথম বেসরকারি কামিল মাস্টার্স কোর্স চালু করা প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিণত হলো।

মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ শামসুল হকের প্রচেষ্টা, গভর্ণিং বডির নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাদরাসাটিকে কামিল স্তরে উন্নীত করায় মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের সৃষ্টি করেছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাদরাসা পরিদর্শন দপ্তর সূত্রে জানা যায়, কামিল (স্নাতকোত্তর) ২ বছর মেয়াদি হাদিস  বিভাগ প্রাথমিক পাঠদান অনুমতির বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্তৃক আবেদনের প্রেক্ষিতে গঠিত পরিদর্শন কমিটির দাখিলকৃত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার (২১ অক্টোবর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাদরাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আইউব হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ শ্রীপুর জালালিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ বরাবরে পাঠানো হয়। ওই আদেশে বলা হয়, ২৭ আগস্ট ২০২৫ থেকে ২৬ আগস্ট ২০২৮ পর্যন্ত তিন বছরের জন্য প্রতিষ্ঠানটিকে কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদী কোর্সের হাদিস বিভাগে প্রাথমিক পাঠদানের অনুমতি প্রদান করা হয়েছে।
এরআগে গত ১৫ অক্টোবর প্রতিষ্ঠানটিতে কামিল স্তর অনুমোদনের লক্ষ্যে পরিদর্শনে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ রইছ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ মস্তফা মঞ্জুর এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিদর্শক আরিফ আহমেদ। 

এসময় উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি এডভোকেট এ. এন. এম. খালেদ লাকী, অধ্যক্ষ মোহাম্মদ শামসুল হক, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শন শেষে অতিথিবৃন্দ মাদরাসার সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করে এবং মাদরাসাটিকে কামিল (মাস্টার্স) স্তরে উন্নীত করার ঘোষণা দেন।

এক প্রতিক্রিয়ায় মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ শামসুল হক বলেন, মাদরাসা প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত যারা মাদরাসার সার্বিক উন্নয়নে কাজ করেছেন তাদের প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এছাড়া মাদরাসা প্রতিষ্ঠায় যারা অবদান রেখে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

দীর্ঘ প্রচেষ্ঠার পর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাদরাসাটিকে কামিল মাস্টার্সে উন্নীত করায় প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা, মাদরাসার গভর্ণিং বডি, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তিনি আরো বলেন, এই অনুমোদনের মাধ্যমে উচ্চ শিক্ষা অর্জনের আরো একটি দ্বার উন্মুক্ত হলো।

এখন থেকে ফাজিল পাশ শিক্ষার্থীরা উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য জেলা কিংবা বিভাগীয় শহরে যেতে হবে না। কামিল স্তরে অনুমোদনের খবর পেয়ে মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থীসহ সমগ্র উপজেলা  জুড়ে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দের সৃষ্টি করেছে।

এই সম্পর্কিত আরো

২২ নং ওয়ার্ড মহিলা দলের ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কোম্পানীগঞ্জে শীঘ্রই শুরু হচ্ছে লোডিং এক্সেল কন্ট্রোল স্টেশনের কার্যক্রম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ৮১৪

সামিরা-ডনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা

কোম্পানীগঞ্জে দুই ট্রাক সাদাপাথর জব্দ, দেড় লাখ টাকা জরিমানা

বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে: মির্জা ফখরুল

নভেম্বরে গণভোটের প্রস্তাব মামার বাড়ির আবদার: রিজভী

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার যুগল ৫ দিনের রিমান্ডে