সিলেটে ব্যাটারী চালিত রিক্সার রোড পারমিট প্রদান ও ভিআইপি রোড ছাড়া অন্যান্য রোডে চলাচলের দাবীতে এক বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর সোবহানীঘাট এলাকায় সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয় রেজি নং: চট্ট-১৬৬৯ এর অর্ন্তভুক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মন্তাজ আলী, সহ সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, অফিস সম্পাদক আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক খাজা মিয়া, সংগঠনের ৬নং ওয়ার্ড সভাপতি শহিদ বক্ত, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ৭নং ওয়ার্ড সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মাহবুব আলম, ৯নং ওয়ার্ড সভাপতি আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ১০নং ওয়ার্ড সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ১১নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কাদির মিয়া, ১২নং ওয়ার্ড সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, ২৪নং ওয়ার্ড সভাপতি কাহার উদ্দিন, সাধারণ সম্পাদক রেনু মিয়া, ৩৬নং ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক রুবেল মিয়া প্রমুখ। এছাড়াও মিছিল সমাবেশে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে অসংখ্য মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সিলেটে ব্যাটারী চালিত রিক্সার রোড পারমিট প্রদান ও ভিআইপি রোড ছাড়া অন্যান্য রোডে চলাচলের দাবী জানিয়ে বলেন, ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক বন্ধ থাকায় মালিক-শ্রমিক নেতৃবৃন্দ দুঃখ কষ্টের মধ্যে অসহায়ত্বের মতো দিন কাটাচ্ছেন। শ্রমিকদের মানবিক জীবন-যাপনের খোঁজখবর কেউ নিচ্ছেন তা অত্যন্ত দুঃখজনক।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ৭ দফা দাবী উপস্থাপন করে বলেন, ব্যাটারী চালিত রিক্সার রোড পারমিট দিতে হবে। আটককৃত রিক্সা ছেড়ে দেওয়া ও নগরীর অলি গলিতে রিক্সা ধরা বন্ধ করতে হবে। রাত ৮টার পর এবং স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সুবিধার্থে সকাল ৯টার ভিতরে ব্যাটারী চালিত রিক্সা না ধরা এবং রিক্সার রেকার বিল ১০০ টাকা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।