শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৩ বোতল বিদেশি মদসহ আলেয়া বেগম (৪৯) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আলেয়া বেগম জগন্নাথপুর থানার আকিলপুর গ্রামের বাসিন্দা।

আজ রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার একটি টিম তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই দিপংকর হালদার, যার সাথে থানার সঙ্গীয় নারী ফোর্সও উপস্থিত ছিলেন। অভিযানের সময় আলেয়া বেগমের কাছ থেকে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো