সোমবার, ২০ অক্টোবর ২০২৫
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

এবার ব্যবসায়ী ও সিএনজি-লেগুনা চালকদের প্রতি ডিসি সারওয়ারের হুশিয়ারি

সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে হকার উচ্ছেদ করা হলেও এবার ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ী এবং সিএনজি ও লেগুনা চালকদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ফুটপাত ও সড়ক দখল না করার বিষয়ে সতর্কও করে দিয়েছেন তিনি।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জিন্দাবাজার এলাকায় হকার উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

ডিসি মো. সারওয়ার আলম বলেন, “নগরীর যানজটমুক্ত করতেই আমরা মূলত হকারদের উচ্ছেদ করেছি। এখন রাস্তাঘাট দেখতে সুন্দর লাগছে। তবে এই সুবিধার সুযোগে যদি সিএনজি ও লেগুনা চালকরা সড়ক দখল করে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “চালকদের জন্য নির্ধারিত স্ট্যান্ড রয়েছে, তারা সেখানেই যাত্রী তুলবেন ও নামাবেন। রাস্তায় যত্রতত্র গাড়ি থামিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না।”

আর ফুটপাত দখল করে রাখা ব্যবসয়েীদের উদ্দেশ্যে করে জেলা প্রশাসক সারোয়ার আলম বলেন, সিলেটের হকাররা আমাদের নির্দেশনা মেনে নিয়েছেন। আজ তারা আর রাজপথে বা কোথাও বসেন নি। এখন দোকান মালিকদেরও এ ব্যাপারে সচেতন হতে হবে। তারা নিজেদের দোকানের সামনের ফুটপাতে পসরা সাজাতে পারবেন না।

তিনি বলেন, নিজের পণ্য নিজের দোকানের ভেতরেই রাখতে হবে। কিছুতেই বাইরে বা ফুটপাতে পসরা সাজানো যাবেনা। সেটা করলে অবশ্যই আনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যবসায়ী যদি কোনো ভাসমান ব্যবসায়ী বা হকারকে নিজের দোকানের সামনে ব্যবসার জন্য বসতে দেন বা বসিয়ে নিজে ব্যবসা করেন তাহলেও আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আধ্যাত্মিক এই পূণ্যভূমি আমাদের সকলের। আমরা একটা সুন্দর এবং সবার জন্য বাসযোগ্য নগরী হিসাবে সিলেটকে দেখতে চাই।

এ কাজে সবার আন্তরিক সহযোগীতার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই সম্পর্কিত আরো