সোমবার, ২০ অক্টোবর ২০২৫
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা সরঞ্জাম চুরির সময় ‘হাতেনাতে’ গ্রেপ্তার

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাতেনাতে ধরা পড়লেন প্রলয় দে (৪৬)। সবার চোখ ফাঁকি দিয়ে তিনি চুরি করে স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে পালিয়ে যাচ্ছিলেন।

সোমবার (২০ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।

প্রলয় দে কোতোয়ালী থানাধীন লালাদিঘীরপাড়ের বাসিন্দা।

পুলিশ জানায়, রবিবার বিকেল পৌণে ৪টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষের নেতৃত্বে একদল পুলিশ সদস্য হাসপাতালটির পুরাতন ভবনের তৃতীয় তলার ১৩নং ওয়ার্ডের চিকিৎসকের কক্ষ থেকে সার্জিক্যাল আইটেম, ইঞ্জেকশন, স্যালাইন, ব্লাড গ্লুকোমিটার চুরি করে পালানোর সময় প্রলয় দে কে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ৪৩/ ১৯/১০/২৫) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এই সম্পর্কিত আরো