সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ৪টি বারকি নৌকা জব্দ ও একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধলাই নদীর বিভিন্ন পয়েন্ট থেকে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে নদীর তীর ও পাশের ধলাই সেতুটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। নদী ও পরিবেশ রক্ষায় পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং রাতে আনসার সদস্যদেরও নজরদারি করতে দেখা যায়। তবুও থামানো যাচ্ছে না বালু লুটেরাদের এ অপতৎপরতা।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ৪টি বারকি নৌকা জব্দ করে এবং ঘটনাস্থল থেকে সিরাজী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি কোম্পানীগঞ্জ গ্রামের আচদর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।