সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মোঃ আলতাব হোসেন বলেছেন- কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধন ও পুনর্বাসন হয়। বন্দীদেরকে মানবিক দৃষ্টিতে দেখে তাদের পুনরায় সমাজে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা কাজ করছি। কারা কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমেই কারা ব্যবস্থাকে আধুনিক ও মানবিক করে গড়ে তোলা সম্ভব।
রবিবার (১৯ অক্টোবর) জেলা কারাগার প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা কারাগার কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, পুরস্কার প্রাপ্তি শুধু প্রেরণা নয়, দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তারাই কারা প্রশাসনের মুখ উজ্জ্বল করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কারাগারের জেলার (জেল সুপার) মুজিবুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কারা প্রশাসনের উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি। আমরা চাই- কারাগার হবে শুদ্ধাচার, শৃঙ্খলা ও মানবিকতার অনুশীলনক্ষেত্র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি প্রিজনস নাহিদা পারভীন, সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাইনুদ্দিন ভূইয়া এবং মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার তরিকুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশাস্ত কুমার বনিক, হবিগঞ্জের জেলার মো: বিলাল উদ্দিন সহ অনেকেই ।
এর আগে সকালে প্রধান অতিথি সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মোঃ আলতাব হোসেন কারাগার প্রাঙ্গণে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ কর্মদক্ষ কর্মকর্তা- কর্মচারীদেরহাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পরে বন্দীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।