মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বেগম জিয়া ও বাংলাদেশ নিয়ে জাইমা রহমানের আবেগঘন পোস্ট সিলেট-৬ - জোটের সমীকরণ উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জমিয়তের ফখরুল কুলাউড়ায় আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টোর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ জৈন্তাপুরে নদী থেকে অবৈধ বালু উত্তোলন: টাস্কফোর্সের অভিযানে ২ জনের কারাদণ্ড জোটের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুক, স্বতন্ত্র লড়ার ঘোষণা বিএনপি নেতা চাকসু মামুনের জলাবদ্ধতা নিরসনে আরও ৪৯৯ কোটি টাকা বরাদ্দ পেল সিসিক ভারতে কূটনৈতিক মিশনে হামলা, ঢাকার গভীর উদ্বেগ নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫ বিএনপি সমর্থিত প্রার্থী জুনায়েদের বিপক্ষে লড়বেন রুমিন ফারহানা জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫২ পিস ইয়াবাসহ আটক ৩
advertisement
সিলেট বিভাগ

মনোনয়নপ্রত্যাশী ১৫ নেতা ঢাকায়

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে মৌলভীবাজারের চারটি আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের ডাক পড়েছে, তারা এখন ঢাকামুখী। আজ রোববার দলের গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় মহাসচিবের ডাকা সভায় যোগ দেবেন তারা। কে কোন আসনে মনোনয়ন পাবেন, তা নির্ধারণ হয়ে যেতে পারে এদিনই।

এমন পরিস্থিতিতে জমে উঠেছে মৌলভীবাজারে বিএনপির রাজনৈতিক সক্রিয়তা। জাতীয় নির্বাচন ঘিরে জেলাজুড়ে বিএনপি ঘরানার নেতাকর্মীরা নিজেদের পছন্দের নেতাকে প্রার্থী হিসেবে পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের ১৯টি আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ে এক সভা আহ্বান করেছেন। সভায় উপস্থিত হওয়া সম্ভাব্য প্রার্থীরা রাজনৈতিক কার্যক্রম ও অবস্থানের তথ্য উপস্থাপন করবেন হাইকমান্ডের কাছে। এর পর তথ্য যাচাই-বাছাই করে কোন আসনে কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, তা নির্ধারণ করবে মনোনয়ন বোর্ড।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, যাকে যে নির্বাচনী এলাকায় মনোনয়ন দেওয়া হবে, তাঁকে গ্রিন সিগন্যাল দেওয়ার সম্ভাবনা রয়েছে এ সভায়। ফলে এ সভায় যোগ দিতে মৌলভীবাজারের অনেক নেতা (সম্ভাব্য প্রার্থী) দুই-তিন দিন ধরে ঢাকায় অবস্থান করে মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জোর চেষ্টা-তদবিরে ব্যস্ত। কেউ কেউ ঢাকার পথে রয়েছেন। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির পদস্থ এক নেতা মহাসচিবের সঙ্গে সাক্ষাতের জন্য শনিবার ঢাকা পৌঁছেছেন।

জেলা বিএনপির দলীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শরিফুল হক সাজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গত সংসদ নির্বাচনের প্রার্থী নাসির উদ্দিন মিঠু, সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে প্রার্থী তালিকায় রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ এন এম আবেদ রাজা, কুলাউড়া বিএনপির সাবেক সভাপতি যুক্তরাজ্যপ্রবাসী শওকতুল ইসলাম শকু, কুলাউড়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম চৌধুরী। 

জেলার গুরুত্বপূর্ণ আসন 
মৌলভীবাজার-৩ এ সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় শীর্ষে আছেন। এ আসনে দলীয় মনোনয়ন পেতে জোর চেষ্টা চালাচ্ছেন আরও ছয়জন।

মৌলভীবাজার-৪ আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ২০১৮ সালে বিএনপির মনোনয়নে নির্বাচন করা মুজিবুর রহমান মুজিব ও শ্রীমঙ্গল পৌরসভার একাধিকবারের মেয়র এবং জেলা বিএনপির সদস্য মহসিন মিয়া মধু।


জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, মহাসচিবের ডাকে সাড়া দিতে তিনি ঢাকায় অবস্থান করছেন। মৌলভীবাজারে বিপর্যস্ত বিএনপিকে ঐক্যবদ্ধ করে জাগিয়ে তুলেছেন। দল মূল্যায়ন করবে, তিনি আশাবাদী।

এই সম্পর্কিত আরো

বেগম জিয়া ও বাংলাদেশ নিয়ে জাইমা রহমানের আবেগঘন পোস্ট

সিলেট-৬ জোটের সমীকরণ উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জমিয়তের ফখরুল

কুলাউড়ায় আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টোর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

জৈন্তাপুরে নদী থেকে অবৈধ বালু উত্তোলন: টাস্কফোর্সের অভিযানে ২ জনের কারাদণ্ড

জোটের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুক, স্বতন্ত্র লড়ার ঘোষণা বিএনপি নেতা চাকসু মামুনের

জলাবদ্ধতা নিরসনে আরও ৪৯৯ কোটি টাকা বরাদ্দ পেল সিসিক

ভারতে কূটনৈতিক মিশনে হামলা, ঢাকার গভীর উদ্বেগ

নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫

বিএনপি সমর্থিত প্রার্থী জুনায়েদের বিপক্ষে লড়বেন রুমিন ফারহানা

জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫২ পিস ইয়াবাসহ আটক ৩