জকিগঞ্জের ব্যবসায়ী নোমান হত্যার প্রতিবাদে মানববন্ধন, মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বাদ মাগরিব কালিগঞ্জ বাজারে এ কর্মসূচি পালন হয়।
বৃহত্তর কালিগঞ্জ এলাকার সর্বস্তরের জনসাধারণ আয়োজিত উক্ত মানববন্ধন ও মশাল-মিছিল পরবর্তী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিক্ষুব্ধ বক্তারা বলেন, এলাকায় নোমান হত্যার ঘটনায় চরম ক্ষোভ ও শোক বিরাজ করছে। তাই দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তারা জকিগঞ্জ পুলিশ প্রশাসনকে খুনিদের গ্রেফতারের জন্য দৃশ্যমান অগ্রগতি দেখতে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন।
রায়হান আহমদের পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সেলিম আহমদ ফয়সল, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ জালাল, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি হেকিম শিহাব উদ্দিন, ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলার সভাপতি নাজির আহমদ আফজল, ছাত্রদলের শাহরিয়ার আহমেদ সুজন, ছাত্রনেতা মামুনুর রশীদ, ছাত্র অধিকার পরিষদ জকিগঞ্জ উপজেলার আহবায়ক শাকিল চৌধুরী, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, প্রবাসী ঐক্য পরিষদ নেতা মিজানুর রহমান রাজ, তালামিজ নেতা আবু সুফিয়ান, জাতীয়তাবাদী যুবদল নেতা শাব্বির আহমদ,জামায়াত নেতা জুবায়ের আহমদ ও নিহত নুমান উদ্দিনের সহোদর রিয়াজ উদ্দিন প্রমুখ।