রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

আন্তর্জাতিক মানবাধিকার অ্যাওয়ার্ডে সম্মানিত সিলেটের সাংবাদিক বাবর

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সিলেটের সাংবাদিক বদরুর রহমান বাবর। তিনি দৈনিক সবুজ সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিলেট বিভাগের মনোনীত সাংবাদিক।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পল্টনের ইকোনোমি রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা ড. মীর হাসমত আলী। তিনি সাংবাদিক বদরুর রহমান বাবরের হাতে আন্তর্জাতিক মানবাধিকার অ্যাওয়ার্ড পদক তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে সাংবাদিক বদরুর রহমান বাবর বলেন, “শ্রম, মেধা ও সততার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়েছি। আমি অত্যন্ত গর্বিত ও অনুপ্রাণিত। সমাজে শান্তি ও ইতিবাচকতা ছড়িয়ে দিতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মনির হোসেন।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস. এম. আনোয়ার হোসেন অপু এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মহাসচিব এম. এইচ. আরমান চৌধুরী।

সংগঠনটি সমাজসেবায় নিয়োজিত সাংবাদিক ও গুণীজনদের অবদানের স্বীকৃতি দিয়ে তাদের আরও অনুপ্রাণিত করতে নিয়মিতভাবে এমন সম্মাননা প্রদান করে আসছে।

এই সম্পর্কিত আরো