রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা: জামায়াত আমির বিএনপি ক্ষমতায় গেলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী, স্পষ্ট করলেন মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড - সিলেটে আটকে পড়া বিমান যাত্রীদের জন্য ট্রেনের বিশেষ বগি মরণফাঁদ মৌলা ব্রিজে প্রাণ গেল বড় ভাইয়ের, মৃত্যুশয্যায় ছোট ভাই শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল রিয়া মনিকে তালাক, ৫০ কেজি দুধ দিয়ে গোসল করলেন হিরো আলম যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব : বিমান উপদেষ্টা রিশাদের ঘূর্ণিঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই দেশবিরোধী চক্র নির্বাচন বানচাল করতে চায়: ফয়সল চৌধুরী
advertisement
সিলেট বিভাগ

আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বিএনপি একটি বিশাল রাজনৈতিক সংগঠন  এ সংগঠনে অনেক নেতাও রয়েছেন, কাজেই প্রতিযোগিতা থাকতেই পারে, তবে প্রতিহিংসা নয়। আমরা মারামারি-হানা হানিতে বিশ্বাসী নই। আমাদেরকে কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে হবে।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে আমরা অনেক নেতা-কর্মীকে হারিয়েছি। অনেকেই খুন-গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, বছরের পর বছর জেল খেটেছেন কিন্তু আমরা কাউকে ছেড়ে যাইনি।বিএনপির একেক কর্মী বটগাছের মতো এখনো জায়গায়-জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। গণতান্ত্রিক আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছেন। বিগত দিনেও সরকার পতন, গণতন্ত্র রক্ষা, ভোটাধিকার ফেরতের আন্দোলন-সংগ্রাম রাজপথে হয়েছে। কিন্তু পিআর পদ্ধতির জন্য এদেশের মানুষ রাস্তায় নেমে আসেনি। যারা পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করে তারা গনতন্ত্রে বিশ্বাসী নয়। ফ্যাসিস্ট সরকারের বিগত জাতীয় নির্বাচন গুলোতে এ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলো, এখন মানুষ ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্টা করতে চায়। বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা করে অতীত কেউ টিকে থাকতে পারেনি এখনো পারবেনা। দেশের জনগণই তাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে। আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিতে ছাতক-দোয়ারাবাজারের মানুষ প্রস্তুত রয়েছেন।

দোয়ারাবাজার সদরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার (১৮ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ, গণমিছিল শেষে দোয়ারা পশ্চিম বাজারে আয়োজিত বিশাল এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু, যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, এখলাছ উদ্দিন তালুকদার, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আমির হোসেন, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রোয়াব আলী, সুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক মারাজ আলী, দোয়ারা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইমান আলী, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির আফতাব মেম্বার, নরসিংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, বুগলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, সুরমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী, দোহালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলী হোসেন মেম্বার, বিএনপি নেতা এডভোকেট সালেহ আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিগেন পাশা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফারুক মিয়া, ছাত্রদলের আহবায়ক সাহাব উদ্দিন শিহাব প্রমুখ।

সকাল ১১ টা থেকে উপজেলার সকল ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতা- কর্মীরা দোয়ারাবাজার হাসপাতাল সংলগ্ন মাঠে এসে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে দোয়ারা বাজারের সকল অলি-গলি, বাজার সংলগ্ন মাঠ লোকে লোকারণ্য হয়ে পড়ে। প্রধান মিছিল শুরু হয় বেলা ২টায়। বাজারে মিছিল, লিফলেট বিতরণ শেষে পশ্চিম বাজারে অনুষ্ঠিত হয়েছে বিশাল জনসমাবেশ।

এই সম্পর্কিত আরো

জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা: জামায়াত আমির

বিএনপি ক্ষমতায় গেলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী, স্পষ্ট করলেন মির্জা ফখরুল

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড সিলেটে আটকে পড়া বিমান যাত্রীদের জন্য ট্রেনের বিশেষ বগি

মরণফাঁদ মৌলা ব্রিজে প্রাণ গেল বড় ভাইয়ের, মৃত্যুশয্যায় ছোট ভাই

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

রিয়া মনিকে তালাক, ৫০ কেজি দুধ দিয়ে গোসল করলেন হিরো আলম

যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব : বিমান উপদেষ্টা

রিশাদের ঘূর্ণিঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই

দেশবিরোধী চক্র নির্বাচন বানচাল করতে চায়: ফয়সল চৌধুরী