সুনামগঞ্জের জামালগঞ্জে জামালগঞ্জ সাহিত্য সংসদের (জাসাস) কবি ও সাহিত্যিকদের লেখা একাধিক কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও জাসাস পত্রিকার প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাসাসের আয়োজনে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে জামালগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী।
সংগঠনের সহ সভাপতি রেজাউল করিম কাপ্তানের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সুজিত রঞ্জন দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আব্দুর রব এবং শিক্ষক, কলামিষ্ট মোঃ দিলোয়ার হোসেন বাবর, জাসাসের উপদেষ্টা হরেন্দ্র তালুকদার,জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, ভাটিবৃন্ত ফাউন্ডেশনের সভাপতি মহসিন কবির।
অনুষ্ঠানে কবি সেনুয়ারা আক্তার চিনু, আঃ জলিল হৃদয়,সোহাগ নূর, নজির মোড়ল ও অভিনয় সরকারের কাব্যগ্রন্থ ও জাসাসের ৫ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
বক্তারা বলেন, “জামালগঞ্জ সাহিত্য সংসদ (জাসাস) ভাটির জনপদে সাহিত্যচর্চাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। স্থানীয় লেখকদের সৃষ্টিশীলতা ও মেধাকে স্বীকৃতি দেওয়ার এ আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠান শেষে কবি ও সাহিত্যপ্রেমীদের মধ্যে বই বিতরণ এবং স্মারক তুলে দেওয়া হয়।