মৌলভীবাজারের কুলাউড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি বলেন, সরকার কৃষকদের উৎসাহিত করতে ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নিয়েছে। সরকারের এ সহায়তা গ্রহণ করে কুলাউড়ার প্রান্তিক কৃষকরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি শীতকালীন সবজি উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুবেল রানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ময়নুল ইসলাম পবন, নাজমুল বারী সোহেল ও মাহফুজ শাকিল প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বসতবাড়িতে শাকসবজি চাষে ৫২০ জন এবং মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি আবাদে ৩০০ জনসহ মোট ৮২০ জন প্রান্তিক কৃষককে সরকারের এ সুবিধা প্রদান করা হয়েছে।