 
    
    
 
        
        আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হজরত মাওলানা মুফতি সাঈদ আহমদের সমর্থনে কোম্পানীগঞ্জে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন শাখার উদ্যোগে চরারবাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবুল কালামের সভাপতিত্বে ও সহ-সভাপতি হাফিজ বেলাল আহমদ ইমরান ও সাধারণ সম্পাদক মাস্টার শাহাব উদ্দিনের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সাঈদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, যুগ্ম সম্পাদক মো. মঈন উদ্দিন মিলন, পশ্চিম ইউনিয়ন শাখার সভাপতি হাজী শানূর আলী, সেক্রেটারি আদনান সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সাঈদ আহমদ বলেন, “ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করছে। আমরা চাই, দেশে আর যেন একদলীয় শাসনব্যবস্থা ফিরে না আসে। জনগণের ভোট যেন নষ্ট না হয়— সে জন্যই আমরা পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছি।”
তিনি আরও বলেন, বিশ্বের বহু দেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয়, যেখানে প্রতিটি ভোটের মূল্য আছে। কিন্তু বাংলাদেশে কিছু রাজনৈতিক দল এই পদ্ধতি মানতে নারাজ। এবার জনগণকে সেই ভ্রান্ত রাজনীতি থেকে বেরিয়ে এসে ‘হাতপাখা’ প্রতীকের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা শাখার সাবেক আহ্বায়ক আব্দুল জলিল, মুজাহিদ কমিটির সভাপতি রেজাউল করিম রেজুমিয়া, উপজেলা আন্দোলনের আইনবিষয়ক সম্পাদক সাংবাদিক আলী হোসেন, সহ-সেক্রেটারি হাফেজ ইমতিয়াজ আহমদ, যুব আন্দোলন সভাপতি আল-আমিন, সেক্রেটারি সাঈদ আহমদ ইমরান, যুবনেতা ফারুক আহমদ, মাওলানা আব্দুল্লাহ, শ্রমিক আন্দোলন সভাপতি মো. নাসির উদ্দিন প্রমুখ।