বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট জনসভায় তারেক: একাত্তরের ইতিহাস ভুলে যায়নি বাংলার মানুষ ভাগ্য বদলাতে ‘ধানের শীষে’ ভোট চাইলেন তারেক রহমান ‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ আপনারা ভালা আছেননি—সিলেটবাসীকে সালাম দিয়ে তারেক রহমানের বক্তব্য শুরু তারেক রহমানের আগমনে কোম্পানীগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের উচ্ছ্বাস অ্যাডভোকেট জামান - শহীদ ওয়াসিমের রক্তে গড়া স্বাধীনতার স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য তারেক রহমানের আগমনে বিএনপি পরিবার সিলেটের স্বাগত মিছিল শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান শহিদ ওয়াসিম ব্রিগেড জকিগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন জামায়াত আমিরের নির্বাচনি জনসভা কাল দুপুরে
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে সিএনজি শ্রমিকদের সাথে বিএনপি নেতা জাকিরের মতবিনিময়

জকিগঞ্জে সিএনজি শ্রমিকদের সাথে আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎‎​সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠাই গণতন্ত্রের মূলভিত্তি। তিনি সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তাদের যেকোনো সংকটে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর, ২০২৫) দুপুর ২টায় সিলেটের জকিগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের জকিগঞ্জ উপজেলা শাখার শ্রমিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎​সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি জুনেদ আহমদ-এর সভাপতিত্বে ও বিএনপির আরব আমিরাত উম্মুল কোয়াইন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়েছ আহমদের পরিচালনায় ‎সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক সিএনজি শ্রমিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎​প্রধান অতিথি মো. জাকির হোসেন বলেন, দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে সিএনজি শ্রমিকেরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, তারা প্রায়শই হয়রানি ও বঞ্চনার শিকার হন। তিনি শ্রমিকদের কল্যাণে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য সংগঠনের ভূমিকা আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

‎​সভাপতির বক্তব্যে জুনেদ আহমদ প্রধান অতিথিকে ধন্যবাদ জানান এবং সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। তিনি বলেন, শ্রমিকদের মৌলিক প্রয়োজন পূরণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতাদের এগিয়ে আসা উচিত।

‎​উক্ত মতবিনিময় সভার আয়োজন করে সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, জকিগঞ্জ উপজেলা শাখা। সভায় শ্রমিকদের অধিকার এবং তাদের দৈনন্দিন কার্যক্রমে সৃষ্ট বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।

এই সম্পর্কিত আরো

সিলেট জনসভায় তারেক: একাত্তরের ইতিহাস ভুলে যায়নি বাংলার মানুষ

ভাগ্য বদলাতে ‘ধানের শীষে’ ভোট চাইলেন তারেক রহমান

‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ

আপনারা ভালা আছেননি—সিলেটবাসীকে সালাম দিয়ে তারেক রহমানের বক্তব্য শুরু

তারেক রহমানের আগমনে কোম্পানীগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের উচ্ছ্বাস

অ্যাডভোকেট জামান শহীদ ওয়াসিমের রক্তে গড়া স্বাধীনতার স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য

তারেক রহমানের আগমনে বিএনপি পরিবার সিলেটের স্বাগত মিছিল

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

শহিদ ওয়াসিম ব্রিগেড জকিগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন

জামায়াত আমিরের নির্বাচনি জনসভা কাল দুপুরে