 
    
    
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস আব্দুল মজিদ কলেজ ভবনের অডিটোরিয়ামে সুবিপ্রবির পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সুবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. সারফুদ্দিনের সঞ্চালনায় এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানটির সমন্বয়ক ও প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা এবং আব্দুল মজিদ কলেজের প্রিন্সিপাল মাসুদুর রউফ পল্লব।
বক্তারা বিশ্ববিদ্যালয়ের গৌরব, অর্জন এবং সুনাম যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় একটি আলোকিত মানুষ গড়ার কারখানা এবং সমাজের অন্ধকার দূর করার আলোকবর্তিকা হিসেবে বাংলাদেশে অনন্য অবস্থানে সুবিপ্রবি তার স্থান করে নিতে পারবে।
বক্তারা বলেন, সুবিপ্রবির ইতিহাসে খুব অল্প সময়েই মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের এই অর্জন সবাইকে নতুন প্রেরণা দিয়েছে এবং গর্বের মুকুট হিসেবে সুবিপ্রবির সুনাম যেন সর্বত্র ছড়িয়ে পড়ে, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয় এবং শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অভিনন্দনমূলক ও আশাব্যঞ্জক বক্তব্য সবাইকে মুগ্ধ করে।
সংবর্ধিত অতিথি ও সুবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন, এই অর্জন সুবিপ্রবি পরিবারের সবার অর্জন। ইউজিসির সদস্যপদ (খণ্ডকালীন) লাভ হওয়ায় প্রত্যাশার এবং কাজের জায়গায় নতুন মাত্রা যোগ হয়েছে মন্তব্য করে তিনি বিশ্ববিদ্যালয় তথা দেশবাসীর কাছে দোয়া চান, যেন আগামীতে নতুন উদ্যমে কাজ করতে পারেন এবং বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও শিক্ষায় সারা দেশের মধ্যে অনন্য স্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।