শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে গ্রেফতার যুবলীগের লোকমান চির নিদ্রায় শায়িত হলেন মানবতার ফেরিওয়ালা দবিরুল ইসলাম হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো ফরজে ক্বেফায়া :  উপদেষ্টা নূরজাহান সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, নারী-পুরুষ গ্রেপ্তার প্রেমেরে টানে সুনামগঞ্জের কিশোরী ভোলায়, অতঃপর যা ঘটলো.. সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকাসহ আটক ৪ জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক তারেক রহমানের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের ভার্চুয়াল বৈঠক উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান আমীরে জামায়াতের
advertisement
খেলাধুলা

বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়

আফগানিস্তানকে টানা দ্বিতীয় ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় হলো এর মাধ্যমে। বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয় এটি।

শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

জয়ের জন্য লক্ষ্যটা ছিল ১৪৮ রানের। প্রথম ম্যাচে ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও বুকে কাঁপুনি ধরায় বাংলাদেশ। পরশু রাতের মতো গতকালও ভরসা হয়ে থাকেন সোহান। ব্যাটিংয়ের চিত্রটা কি বদলেছে? সেই গল্প যত বলা হবে, ততই বরং হতাশা বাড়বে।

প্রথম ম্যাচে শতরানের উদ্বোধনী জুটি দেওয়া দুই ওপেনার ফিরে যান অল্পতেই। আজমতউল্লাহ ওমরজাইয়ের কাছে ধরাশায়ী হওয়ার আগে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনেই করেন ২ রান। ১ চার ও ২ ছক্কায় হাল ধরার বার্তা দেন সাইফ হাসান। তাঁকেও ঝরে পড়তে হয় ১৪ বলে ১৮ রানে।

বিরুদ্ধ পরিবেশে জুটি গড়ার পথে হাঁটেন জাকের আলী ও শামীম পাটোয়ারী। নিজেকে প্রমোশন দিয়ে জাকের ছিলেন রানে ফেরার চেষ্টায়। ২টি ছক্কাও আসে তাঁর ব্যাট থেকে। শামীম সেই তুলনায় কিছুটা আক্রমণাত্মক। চতুর্থ উইকেটে এই জুটি ৫০ পেরোনোর পর জয় মনে হচ্ছিল অবশ্যম্ভাবী। ঠিক তখনই বিপদ আরও বাড়তে শুরু করে।

জাকেরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৫৬ রানের জুটি ভাঙেন আফগান অধিনায়ক রশিদ খান। ২৫ বলে ২ চার ও ২ ছক্কায় ৩২ রান আসে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে। সোহানের সঙ্গে শামীম এগোচ্ছিলেন ঠিকঠাকমতোই। কিন্তু উচ্চাভিলাষী হওয়া থেকে আটকাতে পারেননি নিজেকে। নুর আহমেদকে অপ্রয়োজনীয় রির্ভাস সুইপ খেলতে গিয়ে কাটা পড়েন তিনি। ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রানে ফেরেন এই বাঁহাতি।

১৭তম ওভারে নাসুমকে (১০) রশিদ ও ১৮তম ওভারে সাইফউদ্দিন-রিশাদ হোসেনকে আজমতউল্লাহ ওমরজাই শিকার করলেও হারের শঙ্কাই বরং জেগে ওঠে বেশি। তা দূরে ঠেলে স্মার্ট ব্যাটিংয়ে ৫ বল হাতে রেখে জয় এনে দেন সোহান-শরীফুল। ২১ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন।

চমক দেখানো শরীফুলের ব্যাট থেকে আসে ৬ বলে ২ চারে ১১ রান। এর আগে বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৩ রানে ১ উইকেট নেওয়ায় ম্যাচ-সেরার পুরস্কারও জেতেন তিনি। বাঁহাতি এই পেসার অবশ্য ছিলেন না প্রথম ম্যাচের একাদশে। তাঁর মতো একাদশে ঢুকেন সাইফউদ্দিন।

বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ ও তানজিম আহমেদ। তাঁদের ছাড়াও বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। যে কারণে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৪৭ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। সর্বোচ্চ ৩৮ রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে। এ ছাড়া রহমানউল্লাহ গুরবাজ করেন ৩০ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন রিশাদ ও নাসুম। রিশাদ অবশ্য ছিলেন খরুচে। ৪ ওভারে ৪৫ রান দেন তিনি। নাসুম ২৫ রানেই নিজেকে আবদ্ধ রাখেন। সাইফউদ্দিন কোনো উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ২২ রান।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই আফগানিস্তানকে ধবলধোলাই করতে পেরেছে বাংলাদেশ—২০২৩ সালে ঘরের মাটিতে। শারজায় পরশু শেষ টি-টোয়েন্টিতে আবারও সেই সুযোগ জাকের-শরীফুলদের সামনে।

এই সম্পর্কিত আরো

সিলেটে গ্রেফতার যুবলীগের লোকমান

চির নিদ্রায় শায়িত হলেন মানবতার ফেরিওয়ালা দবিরুল ইসলাম

হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো ফরজে ক্বেফায়া :  উপদেষ্টা নূরজাহান

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, নারী-পুরুষ গ্রেপ্তার

প্রেমেরে টানে সুনামগঞ্জের কিশোরী ভোলায়, অতঃপর যা ঘটলো..

সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

সুনামগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকাসহ আটক ৪

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

তারেক রহমানের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের ভার্চুয়াল বৈঠক

উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান আমীরে জামায়াতের