শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জুলাই সনদ স্বাক্ষরের পর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যা বলল জামায়াত জুলাই সনদ স্বাক্ষর শেষে যা বললেন সালাহউদ্দিন অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় কী আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়? তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জামালগঞ্জে জনসমাবেশ তাহিরপুরে মিথ‍্যা মামলা প্রত‍্যাহার ও যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধের দাবিতে মানববন্ধন কুলাউড়ায় পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল, রিলিফ ইঞ্জিন দিয়েই ট্রেন চালু বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সাইডলাইনে একাধিক বৈঠক - পাচার করা টাকা ফেরাতে ও সংস্কারে সহায়তা চায় বাংলাদেশ নির্বাচন নিয়ে দলগুলোর প্রতি যে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা সই হলো জুলাই সনদ, বাস্তবায়ন কীভাবে
advertisement
খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে নিতে যার অপেক্ষায় বিসিবি

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল যেমন তামিম ইকবালকে দলে রাখতে আগ্রহী, তেমনি সাকিব আল হাসানকেও চাচ্ছে। টুর্নামেন্টের ১৫ সদস্যের প্রাথমিক দল বিসিবিকে জমা দিতে হবে ১২ জানুয়ারি। এখনো দেশের দুই তারকা ক্রিকেটারকে নিয়ে ধোঁয়াশা কাটেনি বিসিবির।

মিরপুর পর্বের পর বিপিএল এখন হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ বিসিবির নির্বাচক প্যানেলের বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে আগ্রহ ছিল গণমাধ্যমকর্মীদের। তামিমের মতো সাকিবকে নিয়েও প্রশ্ন এসেছে। কারণ, সাকিব ২০২৪ সালের অক্টোবরের পর থেকেই নানা কারণে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না। সিলেটের পাঁচ তারকা হোটেল গ্রান্ড সিলেটের লবিতে আজ সাংবাদিকদের বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, আলাপকালে প্রধান নির্বাচক বলেন, ‘সাকিবের সঙ্গে আমাদের সরাসরি কোনো আলোচনা হয়নি। তবে পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে বোর্ডের সঙ্গে বসে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।’


বিসিবি নির্বাচকদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির দল গঠনের কাজ প্রায় শেষ। সাকিবের জায়গায় বিকল্প খেলোয়াড় বিবেচনা করলেও এখনো তাঁকে দলে নেওয়ার অপেক্ষায় আছেন নির্বাচকেরা। সাকিবকে দলে রাখার বিষয়ে বোর্ড থেকে কোনো বার্তা এসেছে কি না, তখন লিপু বলেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। পরীক্ষায় ব্যর্থ হওয়া একটু দুঃখজনক ব্যাপার। তবে আমরা ফলাফলের অপেক্ষায় আছি।’

যে ফলাফলের কথা লিপু বলেছেন, সেটা হলো সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল। কারণ, গত বছরের সেপ্টেম্বরে সারের সঙ্গে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিলেন তিনি। এখানে খেলার পর প্রথমে ইংল্যান্ডে, পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটেই নিষিদ্ধ হয়ে যায় তাঁর বোলিং। এ ব্যাপারে লিপু বলেন, ‘বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিব ছাড়পত্র পাননি। তবে তিনি এরই মধ্যে চেন্নাইয়ে আরেক দফা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন। তার ফলাফল এখনও আসেনি।’


৪৮ ঘণ্টার মধ্যে সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল পাওয়া যাবে বলে আশা বিসিবির। তবে ফলের পর কোনো প্রক্রিয়ার ভেতর দিয়ে তাঁকে যেতে হবে কি না, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারেননি লিপু। বিসিবি নির্বাচক বলেন,‘আশা করি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ফলাফল পাব। এরপর বোর্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু সাকিবকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রাখা হবে কি না বা কীভাবে রাখা হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি।’

এই সম্পর্কিত আরো

জুলাই সনদ স্বাক্ষরের পর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যা বলল জামায়াত

জুলাই সনদ স্বাক্ষর শেষে যা বললেন সালাহউদ্দিন

অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়

কী আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়?

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জামালগঞ্জে জনসমাবেশ

তাহিরপুরে মিথ‍্যা মামলা প্রত‍্যাহার ও যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল, রিলিফ ইঞ্জিন দিয়েই ট্রেন চালু

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সাইডলাইনে একাধিক বৈঠক পাচার করা টাকা ফেরাতে ও সংস্কারে সহায়তা চায় বাংলাদেশ

নির্বাচন নিয়ে দলগুলোর প্রতি যে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

সই হলো জুলাই সনদ, বাস্তবায়ন কীভাবে