এশিয়া কাপে প্রথম ম্যাচে হংকংকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। এই হারের পর সুপার ফোর এখন বাংলাদেশের জন্যে অনিশ্চিত হয়ে গেল।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শনিবার রাতে ৩২ বল হাতে রেখেও শ্রীলঙ্কার কাছে হার মানতে হলো বাংলাদেশকে।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সেই সিদ্ধান্ত যেন বাংলাদেশিদের জন্য ব্যর্থতার পথে হাঁটার সূচনা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানে থেমে যায় টাইগারদের ইনিংস। ব্যাটিংয়ে শুরুতেই দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ব্যর্থতায় বাংলাদেশ বড় ধাক্কা খায়। প্রথম দুই ওভারে কোনো রান না করে দুই উইকেট হারানো যেন পরবর্তী সময়ের সংকটের পূর্বাভাস।
কিন্তু অধিনায়ক লিটন দাস কিছুটা স্থিরতা আনলেও দলের জন্য আর বেশি করার ছিল না। হৃদয়, মেহেদীসহ কয়েকজন ব্যাটসম্যান সামান্য সহায়তা দিলেও রানগতি ছিল ধীর ও ব্যর্থ। শেষে জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারীর ধীর গতির কিন্তু কাজের ব্যাটিং বাংলাদেশের রান কিছুটা বাড়ায়, তবে তা যথেষ্ট ছিল না।
দলের ইনিংস বাঁচানোর চেষ্টা করলেও শ্রীলঙ্কার দুর্দান্ত ফিল্ডিং ও বোলিং চাপের মুখে পড়ে বাংলাদেশ। ওয়ানিন্দু হাসারাঙ্গার ২ উইকেট, নুয়ান থুসারা ও দুশমন্থ চামিরার ১টি করে উইকেট বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপদে ফেলেছিল।
জবাবে শ্রীলঙ্কার ব্যাটিং শুরু হয় কুশল মেন্ডিসের উইকেট হারিয়ে। তবে পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারার ভয়ংকর জুটিতে বাংলাদেশ বোলাররা বড় ধাক্কায় পড়ে। নিসাঙ্কার তাণ্ডব এবং মিশারার কার্যকরী ব্যাটিংয়ে ১৪.৪ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৪০ রান করে শ্রীলঙ্কা জয় নিশ্চিত করে।
বাংলাদেশের বোলিংয়ে কিছুটা আভাস পাওয়া গেলেও, শেষ পর্যন্ত বোলাররা রান রোধে ব্যর্থ হন। মুস্তাফিজুর রহমান ১ উইকেট নিলেও পরাজয় ঠেকাতে পারেননি। শেখ মেহেদী হাসান ২ উইকেট পেলেও দলকে জেতাতে পারেননি।
এই হারের ফলে বাংলাদেশের নেট রান রেট এখন -০.৬৫০, যা গ্রুপের শীর্ষে থাকা আফগানিস্তান (+৪.৭০০) ও শ্রীলঙ্কার (+২.৫৯৫) থেকে অনেক পিছিয়ে। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের সুপার ফোরে উঠার সম্ভাবনা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে এই হার একবারে বাংলাদেশের এশিয়া কাপ অভিযানকে করে তুলেছে কঠিন। দলের ব্যাটিং ও বোলিংয়ে অবিচ্ছিন্ন সমস্যা, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়গুলোতে ভুল সিদ্ধান্ত আর অপ্রয়োজনীয় ক্যাচ ছাড়া হারের কারণ হিসেবে দাঁড়িয়েছে।
পরবর্তী ম্যাচ বাংলাদেশকে শুধুমাত্র জিততেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে যেন নেট রান রেটের উন্নতি হয়। না হলে এশিয়ার বড় আসর থেকে বিদায় নিতে হতে পারে টাইগারদের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (শামীম ৪২*, জাকের ৪১*, লিটন ২৮; হাসারাঙ্গা ২/২৫, তুষারা ১/১৭, চামিরা ১/১৭)।
শ্রীলঙ্কা: ১৪.৪ ওভারে ১৪০/৪ (নিশাঙ্কা ৫০, মিশারা ৪৬*; মেহেদী ২/২৯, তানজিম ১/২৩, মুস্তাফিজ ১/৩৫)।
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: কামিল মিশারা।