সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
খেলাধুলা

গোল বাতিলের হ্যাটট্রিক রিয়াল মাদ্রিদের, তবু টপকে গেল বার্সেলোনাকে

স্কোরলাইনটা বলছে ফলাফল ২-১, রিয়াল মাদ্রিদ হারিয়েছে মায়োর্কাকে। তবে সে স্কোরলাইনটা বোধ হয় খেলার আসল চেহারাটা ফুটিয়ে তুলতে পারছে না। একের পর এক আক্রমণ করেছিল রিয়াল, বল জালেও জড়াচ্ছিল, তবে শেষমেশ গোল পেয়েছে মোটে দুটো, বাতিল হয়েছে তিনটি। তবে গোল বাতিলের হ্যাটট্রিকের রাতেও রিয়াল মাদ্রিদের স্বস্তি, জয়টা অন্তত তুলে নেওয়া গেছে, সঙ্গে স্বস্তি আছে আরও একটা, বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষেও যে উঠে যাওয়া গেছে!

লা লিগায় আগের দুই ম্যাচে গোল পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, গত রাতেও ৫ মিনিটেই প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে পান তিনি। তবে তার গোল বাতিল হয় ভিএআরে, অফসাইডের কাটায়। ভিএআরে আরও একবার তিনি হতাশ হয়েছেন, সেবারও একই কারণে গোল বাতিল হয়েছে তার।

এমবাপ্পের এই দুই হতাশার মাঝেই ম্যাচের চিত্রটা আঁকা হয়ে গেছে। ১৮ মিনিটে ধারার বিপরীতে গোল পেয়ে যায় মায়োর্কা। গোলটা করেন ভেদাত মুরিকি। 

তবে রিয়াল জবাব দিতে সময় নেয়নি। ৩৫ মিনিটে ডিন হাউসেনের বাড়ানো বলে হেড করে সমতা ফেরান আর্দা গুলের। পরের মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র একক প্রচেষ্টায় করেন দারুণ এক গোল, সেটাই জয় এনে দেয় রিয়ালকে।

যদিও ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটা এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে তিনি বল জালে জড়ান। তবে তার আগে ঘটে যাওয়া ‘ফাউলের’ জন্য বাতিল হয় তার গোল। প্রতিপক্ষ বিপদসীমায় ছিলেন তিনি, বিপক্ষ ডিফেন্ডারের ক্লিয়ার করা বলটা ঠিকঠাক বিপদমুক্ত হয়নি, বল লাগে গুলেরের হাতে, চলে যাচ্ছিল গোলমুখে। গোলরক্ষক লিও রোমান সেটা সেভ দিতে চেয়েছিলেন। তবে সেটা শেষমেশ গিয়ে পড়ে ওই গুলেরের পায়েই, তিনি সহজে বলটা জড়ান জালে। তবে ভিএআর তার ‘হ্যান্ডবল’টা ধর্তব্যে এনে গোলটা দেয়নি শেষমেশ।

গোল বাতিলের হ্যাটট্রিক হলেও রিয়ালের জয়টা ‘বাতিল’ হয়নি শেষমেশ। ৩ ম্যাচের সবকয়টায় জয় তুলে নিতে পেরেছে দলটা। ফলে তারা বার্সেলোনা, ভিয়ারিয়াল ও অ্যাথলেটিক বিলবাওকে টপকে চলে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। ২ থেকে ৪ এ থাকা এই তিন দলের পয়েন্ট ৬, প্রত্যেকেই অবশ্য ম্যাচ খেলেছে একটি কম। 

এই সম্পর্কিত আরো