রবিবার, ২০ এপ্রিল ২০২৫
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সভাপতি নাছির, সম্পাদক রানা - বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র কেন্দ্রীয় কমিটি গঠন টেস্ট বাণিজ্য - নানান অনিয়মেই চলছে সিলেট মা ও শিশু হাসপাতাল! বাংলাদেশ ভ্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে নগরীতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় : উপাচার্যকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী রহস্য ফাঁস করলেন শিল্পা স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ইন্টারপোলে আবেদন - হাসিনা, কাদের, বেনজীরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির চিঠি
advertisement
খেলাধুলা

সাজসাজ রব

চায়ের দেশে বিপিএল, টিকিট মিলেবে ১৫০ টাকায়

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রাথমিক খেলা। স্বভাবতই হোম অব ক্রিকেট–খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টটির বেশিরভাগ ম্যাচ হবে। তার আগে সিলেট ও চট্টগ্রামে গড়াবে ১২টি করে মোট ২৪ ম্যাচ। পরে ফ্র্যাঞ্চাইজি লিগটি আবারও ঢাকায় ফিরবে।

সিলেটে বিপিএলের ম্যাচ শুরু আগামী ৬ জানুয়ারি থেকে, যা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

বিপিএলের একাদশ আসরের পর্দা ওঠে গত ৩০ ডিসেম্বর। গতকাল পর্যন্ত ঢাকায় হয়েছে ৮টি ম্যাচ। যেখানে সবচেয়ে বেশি ৩টি করে ম্যাচ খেলেছে রংপুর, দুর্বার রাজশাহী ও ঢাকা। এ ছাড়া খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস দুটি করে ম্যাচ খেলেছে। সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। তারা মাত্র একটি ম্যাচ খেলেছে এই পর্বে।

সিলেট পর্বের বিপিএল শুরুর আগে এখন পর্যন্ত ৩ ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। এই পর্বে শতভাগ জয় পেয়েছে খুলনাও। তারা দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। ২ ম্যাচ খেলে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চিটাগাং। কিংসদের সমান ম্যাচ খেলে ফরচুন বরিশালেরও সংগ্রহ ২ পয়েন্ট। তারা আছে টেবিলের চারে।

এদিকে, ৩ ম্যাচ শেষে বিপিএলে রাজশাহীর হার দুটি। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে। টেবিলের ছয়ে ও সাতে আছে যথাক্রমে ঢাকা ও সিলেট। এই দুই দলের কেউই এখনও জয়ের দেখা পায়নি। তবে সিলেট ঢাকার চেয়ে ২ ম্যাচ কম খেলেছে।

বিপিএলের সিলেট পর্বে সর্বোচ্চ ৫টি ম্যাচ খেলবে স্বাগতিক ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস ৪টি করে, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী ৩ এবং চিটাগাং কিংস সর্বনিম্ন ২টি ম্যাচ খেলবে ‘দুটি কুড়ি একটি পাতা’র দেশে।

ঢাকার প্রথম পর্ব শেষে চায়ের দেশ সিলেটে বিপিএল শুরু হচ্ছে ৬ জানুয়ারি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হওয়া পর্বটি চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। যেখানে প্রতিদিনই হবে দুটি করে ম্যাচ। সিলেট পর্বে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১২টি।

সিলেট পর্বে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের ম্যাচই আছে পাঁচটি। সোমবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে স্বাগতিক সিলেট স্টাইকার্স ও রংপুর রাইডার্স। আর সন্ধ্যায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।

শনিবার (৪ জানুয়ারি) সিলেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশান ও রংপুর রাইডার্সের খেলোয়াড়দের অনুশীলন করেতে দেখা গেছে। বিপিএল উপলক্ষ্য সিলেটেও সাজসাজ রব। ক্রিকেটপ্রেমিরা ব্যাট-বলের ঝড় দেখার অপেক্ষার প্রহর গুনছেন।

আগামীকাল রোববার থেকে সিলেটে বিপিএলের টিকিট পাওয়া যাবে। এবার ঘরে বসে অনলাইনে (www.gobcbticket.com.bd) টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়াও মধুমতি ব্যাংক ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বুথে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

স্টেডিয়ামে বসে বিপিএলের খেলা দেখতে সর্বনিম্ন ১৫০ থেকে সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে দর্শকদের। গ্যালারিগুলোকে ভাগ করা হয়েছে মোট ১২টি ভাগে। একটি টিকিটে দিনের দুটি ম্যাচই উপভোগ করা যাবে।

১৫০ টাকায় ওয়েস্টার্ন গ্যালারি ছাড়াও গ্রীণ হিল এরিয়া, শহিদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিট কাটা যাবে। ইস্টার্ন গ্যালারি ২৫০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং জিরো ওয়েস্ট জোনের টিকিটের মূল্য ৬০০ টাকা। এছাড়াও গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা।

সোমবার স্বাগতিক সিলেট স্টাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে এবারের বিপিএল সিলেট পর্বরে খেলা মাঠে গড়াবে। এদিন সন্ধ্যায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।


বিপিএলে সিলেট পর্বের সময়সূচি

তারিখ ম্যাচ সময়

৬ জানুয়ারি সিলেট বনাম রংপুর বেলা ১-৩০ মিনিট
৬ জানুয়ারি বরিশাল বনাম রাজশাহী সন্ধ্যা ৬-৩০ মিনিট
৭ জানুয়ারি রংপুর বনাম ঢাকা বেলা ১-৩০ মিনিট
৭ জানুয়ারি সিলেট বনাম বরিশাল সন্ধ্যা ৬-৩০ মিনিট
৯ জানুয়ারি বরিশাল বনাম রংপুর বেলা ১-৩০ মিনিট
৯ জানুয়ারি ঢাকা বনাম চিটাগাং সন্ধ্যা ৬-৩০ মিনিট
১০ জানুয়ারি রাজশাহী বনাম খুলনা বেলা ২টা
১০ জানুয়ারি সিলেট বনাম ঢাকা সন্ধ্যা ৭টা
১২ জানুয়ারি সিলেট বনাম খুলনা বেলা ১-৩০ মিনিট
১২ জানুয়ারি রাজশাহী বনাম ঢাকা সন্ধ্যা ৬-৩০ মিনিট
১৩ জানুয়ারি সিলেট বনাম চিটাগাং বেলা ১-৩০ মিনিট
১৩ জানুয়ারি রংপুর বনাম খুলনা সন্ধ্যা ৬-৩০ মিনিট

এই সম্পর্কিত আরো

সভাপতি নাছির, সম্পাদক রানা বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র কেন্দ্রীয় কমিটি গঠন

টেস্ট বাণিজ্য নানান অনিয়মেই চলছে সিলেট মা ও শিশু হাসপাতাল!

বাংলাদেশ ভ্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে নগরীতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় : উপাচার্যকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

রহস্য ফাঁস করলেন শিল্পা

স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ

ইন্টারপোলে আবেদন হাসিনা, কাদের, বেনজীরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির চিঠি