‘বাজবল’ কৌশল দিয়ে টেস্ট ক্রিকেটে বিপ্লবই এনেছে ইংল্যান্ড। সেই কৌশলের পোস্টারবয় হলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে তারও সময় খুব বেশি বাকি নেই, ৩৪ বছর চলছে তার। তাই তার পর কে বাজবলের পতাকা উঁচিয়ে ধরবেন ইংল্যান্ডের অধিনায়ক হয়ে, তা নিয়েও আলোচনা আছে বেশ।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করেন, হ্যারি ব্রুকই হবেন ইংল্যান্ডের ভবিষ্যৎ টেস্ট অধিনায়ক। বেন স্টোকসের উত্তরসূরি হিসেবে ব্রুকের নাম তুলে ধরেছেন ভন। এক ইউটিউব পডকাস্টে ভন বলেন, ‘হ্যারি ব্রুক আমার কাছে একজন নেতা। ও একজন জন্মগত নেতা।’
ভনের মতে, মাঠে ব্রুকের উপস্থিতি এবং মানসিক দৃঢ়তা তাকে নেতৃত্বের জন্য আদর্শ করে তুলেছে। ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে ৯৮ বলে করা ১১১ রানের ইনিংসকে উদাহরণ হিসেবে টেনে আনেন তিনি।
তিনি বলেন, ‘ওই ইনিংসই প্রমাণ করে, চাপের মধ্যে কীভাবে মাথা ঠান্ডা রেখে খেলতে হয়, সেটা ব্রুক জানে।’
বর্তমান ভাইস ক্যাপ্টেন ওলি পোপ সম্পর্কে ভন বলেন, ‘ওলি পোপ একজন বুদ্ধিমান ক্রিকেটার। সে অধিনায়কের পাশে থেকে দারুণভাবে আইডিয়া দেয়। সে ভাইস ক্যাপ্টেন হিসেবে দারুণ। কিন্তু আমি চাই এমন একজন অধিনায়ক, যে আসল নেতা। শুধু ভালো ভাইস ক্যাপ্টেন হলেই ভালো অধিনায়ক হওয়া যায় না।’
ভন নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। তিনি বলেন, ‘অনেক সময় ভাইস ক্যাপ্টেনরা ভালো অধিনায়ক হয় না। মার্কাস ট্রেসকোথিক ছিল আমার দারুণ ভাইস ক্যাপ্টেন। কিন্তু আমি কখনো তাকে অধিনায়ক বানাতে চাইনি।’
ভনের বিশ্বাস, ব্রুকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সতীর্থদের শ্রদ্ধা অর্জন করার গুণ আছে। তিনি বলেন, ‘ব্রুকের মাঝে আমি ভবিষ্যতের নেতা দেখি। মনে করি, তার নেতৃত্বেই ইংল্যান্ড দল এগিয়ে যাবে আরও।’