শনিবার, ০২ আগস্ট ২০২৫
শনিবার, ০২ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
খেলাধুলা

ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে তুর্কি ক্লাবে ওসিমেন

নাপোলি থেকে ধারে তুর্কি ক্লাব গালাতাসারাইয়ে খেলতে গিয়েছিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে স্থায়ীভাবে ওসিমেনকে দলে টানতে উঠেপড়ে লাগে ক্লাবটি। অবশেষে তুর্কি ফুটবলের রেকর্ড সাড়ে ৭ কোটি ইউরো খরচ করে এই স্ট্রাইকার দলে ভিড়িয়েছে গালাতাসারাই।

গত বছরের জুলাইয়ে ২ কোটি ইউরোতে সেভিয়া থেকে ফেনারবাচেতে যোগ দিয়ে রেকর্ডটি গড়েছিলেন মরোক্কার ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরি।

গালাতাসারাই বৃহস্পতিবার বিবৃতিতে জানায়, চার বছরের চুক্তিতে ওসিমেনকে নিয়েছে তারা। চুক্তির শর্ত অনুযায়ী, ওসিমেনের ভবিষ্যতে ট্রান্সফার ফির ১০ শতাংশ পাবে ইতালিয়ান ক্লাব নাপোলি।

গালাতাসারাইয়ে প্রতি মৌসুমে দেড় কোটি ইউরো পারিশ্রমিক পাবেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। এছাড়াও প্রতি মৌসুমে ‘লয়্যালিটি বোনাস’ পাবেন তিনি আরও ১০ লাখ ইউরো এবং ক্লাবের ব্র্যান্ডিং ও প্রচারমূলক কার্যক্রমের ‘ইমেজ রাইটস’ হিসেবে পাবেন ৫০ লাখ ইউরো। চুক্তির শর্তাবলী নিশ্চিত করেছে নাপোলিও।

২০২০ সালে ফরাসি ক্লাব লিল থেকে নাপোলিতে যোগ দেন ওসিমেন। ২০২২-২৩ মৌসুমে নাপোলির স্কুদেত্তো জয়ে রাখেন বড় ভূমিকা। দলকে ৩৩ বছর পর লিগ শিরোপা জেতানোর পথে ৩২ ম্যাচে ২৬ গোল করেন তিনি। ২০২৩ সালে নির্বাচিত হন আফ্রিকার বর্ষসেরা ফুটবলারও।

ওই বছর তার চুক্তির মেয়াদও বাড়ানো হয় ২০২৬ পর্যন্ত। তবে নানা টানাপড়েনে গত বছর ক্লাবের সঙ্গে সম্পর্কের অবনতির পর তার ক্লাব ছাড়ার গুঞ্জন জোরালো হতে থাকে। পরে ধারে যোগ দেন গালাতাসারাইয়ে। সেখানে ২৬ গোল করে লিগের সর্বোচ্চ স্কোরার হন তিনি। তুর্কি লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় গালাতাসারাই, তাদের রেকর্ড যাত্রা পৌঁছে যায় ২৫ শিরোপায়।

অবশেষে এই তুর্কি ক্লাবেই থিতু হলেন বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার।

এই সম্পর্কিত আরো