শনিবার, ০২ আগস্ট ২০২৫
শনিবার, ০২ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
খেলাধুলা

ব্যাটে-বলে বাজিমাত সাইমের, উইন্ডিজের দুর্দশা বাড়াল পাকিস্তান

লডারহিলে প্রথম টি-টোয়েন্টিতে ১৪ রানে সহজ জয় পেল পাকিস্তান। যদিও স্কোরকার্ড দেখে মনে হতে পারে, খেলা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আসলে পাকিস্তানের স্পিনারদের দাপটে মাঝপথেই পথ হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে বলে দারুণ আলো ছড়িয়েছেন সাইম আয়ুব। তাতেই সহজ জয় নিয়ে উইন্ডিজ সফর শুরু করেছে পাকিস্তান।

১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করলেও স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাঝের ওভারে উইকেট হারিয়ে পিছিয়ে পড়ে ক্যারিবিয়ানরা। শেষদিকে জেসন হোল্ডারের ঝড়ো ইনিংসে কিছুটা আশা ফিরেছিল বটে, তবে তা ম্যাচের ফল পাল্টাতে পারেনি।

এর আগে ব্যাট করতে নেমে ওপেনার সাইম আয়ুবের দারুণ অর্ধশতকে ভর করে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান। আয়ুব করেন ৫৭ রান। ম্যাচের শেষ ৩১ বলে পাকিস্তান তোলে ৫৮ রান, যার পেছনে ছিল হাসান নওয়াজ, ফাহিম আশরাফ এবং মোহাম্মদ হারিসের ছোট ছোট ঝড়ো ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালো করেছিল। পাওয়ারপ্লেতে আফ্রিদির দুই ওভারে মাত্র ৫ রান নেওয়া ছাড়া বাকি বোলারদের ওপর চড়াও হয় তারা। কিন্তু পাওয়ারপ্লে শেষ হতেই পাকিস্তানের স্পিন ঘূর্ণিতে রান কমতে থাকে স্বাগতিকদের। মোহাম্মদ নওয়াজ ও সুফিয়ান মুকিমের নির্ভুল লাইন-লেংথে আটকে যায় ক্যারিবিয়ানদের রান।

পাওয়ারপ্লে পরবর্তী ৮ ওভারে মাত্র ৩৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ, সঙ্গে হারায় ৪টি উইকেট। এখানেই মূলত ম্যাচের রাশ চলে যায় পাকিস্তানের হাতে।

শেষদিকে হোল্ডার ১২ বলে ৩০ রান করেন, মারেন চারটি ছক্কা। শেষ দুই ওভারে আসে ৩৮ রান, কিন্তু তখন ম্যাচ অনেক আগেই ছিটকে গিয়েছিল ক্যারিবিয়ানদের হাত থেকে।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। আর ওয়েস্ট ইন্ডিজ টানা ষষ্ঠ ম্যাচে হারের কবলে পড়ল। সাইম আয়ুব ব্যাটে-বলে আলো ছড়িয়ে বনে গেছেন ম্যাচসেরা।

এই সম্পর্কিত আরো