নিয়মভঙ্গের দায়ে ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা প্রতীকা রাওয়ালকে বড় শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গ করায় তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট।
অন্যদিকে ইংল্যান্ডের পুরো দলকে করা হয়েছে জরিমানা। তাদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে স্লো ওভার রেটের কারণে। ম্যাচ রেফারি সারা বার্টলেট শাস্তি দিয়েছেন।
সাউদাম্পটনে পরশু রাতে অনুষ্ঠিত ইংল্যান্ড-ভারত নারী ক্রিকেট দলের প্রথম ওয়ানডের ওপর ভিত্তি করে আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে শাস্তির কথা জানিয়েছে।
দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডেতে ঘটে যাওয়া দুটি ঘটনায় শাস্তি পেয়েছেন রাওয়াল। ১৮তম ওভারে ইংল্যান্ডের বোলার লরেন ফিলারের বলে সিঙ্গেল নিতে গিয়ে তার সঙ্গে ধাক্কা খেয়েছেন রাওয়াল। ঠিক তার পরের ওভারে (১৯তম ওভারের প্রথম বলে) রাওয়ালকে বোল্ড করেন সোফি একেলেস্টন। এবার ড্রেসিংরুমে যাওয়ার সময় একেলেস্টনকে ধাক্কা দিয়েছেন রাওয়াল।
আইসিসির আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কাউকে বিনা কারণে ধাক্কা দিলে এই শাস্তির বিধান রয়েছে।
আর নির্ধারিত সময়ের চেয়ে প্রত্যেক ওভার কম বোলিংয়ের জন্য আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। ইংল্যান্ড প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার কম বোলিং করেছিল।
ভারতের রাওয়াল ও ইংলিশ অধিনায়ক নাটালি সাইভার ব্রান্ট দোষ স্বীকার করে নেওয়ায় শাস্তির ব্যাপারে শুনানির প্রয়োজন হয়নি।