বাংলাদেশ ২০ রানে ২ উইকেট হারিয়ে বসার পর তাওহীদ হৃদয়কে নিয়ে সে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ওপেনার পারভেজ ইমন। কিন্তু ১৪তম ওভারে তার ধৈর্যচ্যুতি ঘটল। দুনিথ ওয়েলালাগের বলে স্লগ সুইপ করতে গিয়ে সীমানায় ধরা পড়লেন। তাতে হৃদয়ের সঙ্গে তার জুটি থেমেছে ৪২ রানে। আর ৬২ রানে তৃতীয় উইকেট খুইয়েছে বাংলাদেশ।
ফেরার আগে ৪৪ বলে ৪ চার সহযোগে ২৮ রান এসেছে ইমনের ব্যাটে।
এর আগে ৬ বলের মধ্যে সাজঘরের পথ ধরেন ওপেনার তানজিদ তামিম (১৭) এবং তিনে নামা নাজমুল শান্ত (০)। এর মধ্যে দুর্দান্ত এক ইয়র্কারে তানজিদের স্টাম্প গুঁড়িয়ে দিয়েছেন আসিথা ফার্নান্দো। এরপর দুশমন্ত চামিরার বলে স্টাম্প বাঁচাতে পারেননি শান্ত।
সিরিজ জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। হৃদয়কে সঙ্গ দিতে এখন ক্রিজে এসেছেন অধিনায়ক মেহেদী মিরাজ।
পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরি এবং চারিথ আসালাঙ্কার ফিফটিতে ৭ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজকের ম্যাচটি তাই অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট