সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
আগুন সন্ত্রাসীরা তাদের কার্যকলাপ বন্ধ না করলে, বিএনপি তাদের প্রতিহত করতে প্রস্তুত: অ্যাডভোকেট জামান ৩৮ পুলিশ কর্মকর্তাকে বদলি, জিএমপিতে নতুন কমিশনার রাক্ষসী মাছ শোল-গজার পৌঁছে গেছে শ্রীলঙ্কায়—ফন্দি এঁটেছেন জেলেরাও দিল্লি হামলার তদন্তের কেন্দ্রে শাহীন ও পারভেজ, যেভাবে জড়িত দুই চিকিৎসক ভাই-বোন সিলেট ক্রিকেটে ইতিহাস: নারী দলের প্রথম ম্যানেজার সেলীনা আক্তার ব্যবসায়ীর ২৭ লাখ টাকা আত্মসাতের মামলায় মেহজাবীনের জামিন বেসরকারি স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ডিসি-ইউএনও সশস্ত্র বাহিনীর সদস্যদের কাতারের বাহিনীতে চাকরি, প্রথম ধাপে নিয়োগ ৮০০ রাজধানীর জুরাইনে ককটেল বিস্ফোরণ, আটক ১ এবার নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার
advertisement
খেলাধুলা

মেসি কেন মেজাজ হারালেন

দক্ষিণ আমেরিকার ফুটবল ম্যাচ প্রায়ই উত্তাপ ছড়ায়। দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই তো রয়েছেই। অন্যান্য ম্যাচেও মাঠের পারফরম্যান্স ছাপিয়ে এমন ঘটনা ঘটে, সেটা নিয়ে আলাপ-আলোচনা না হয়ে কি পারে? এবার আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ উত্তপ্ত হয়েছে বারবার।

বাংলাদেশ সময় আজ সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া। এস্তাদিও মাস মনুমেন্তালে হওয়া ম্যাচে কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেজের সঙ্গে মেসির ঝগড়ার মুহূর্ত ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কী নিয়ে মেসি-রদ্রিগেজের লেগেছে, সেটার ব্যাপারে স্পষ্ট কিছু জানা না গেলেও বিভিন্ন ওয়েবসাইট থেকে ধারণা পাওয়া গেছে। কলম্বিয়ান তারকা ফুটবলার নাকি দাবি করেছেন, ২০২৪ কোপা আমেরিকায় বেশ কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে যাওয়ায় তারা চ্যাম্পিয়ন হয়েছিল। রদ্রিগেজ যে সময়ের ঘটনা বলেছেন, সেই কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের জুন-জুলাইয়ে।

শুধু রদ্রিগেজের পুরোনো কাসুন্দি টেনে আনাই নয়, আজ আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচে দুই দলের ফুটবলারদের মধ্যে দফায় দফায় লেগেছে। প্রথমার্ধেই আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও কলম্বিয়ার মিডফিল্ডার রিকার্ড রিওসের একচোট হয়ে গেছে। এমনকি শেষ বাঁশি বাজার পর আবারও লেগেছে ওতামেন্দি ও রিওসের। রিকার্দোকে উদ্দেশ্য করে ওতামেন্দিকে বলতে শোনা গেছে, ‘তোমার হেডব্যান্ডটা খুলে ফেল।’ পাল্টা জবাব দিতে ভুল করেননি রিওস। কলম্বিয়ার মিডফিল্ডার নাকি বলেছেন, ‘তুমি বৃদ্ধ। আর বেশি দৌড়াতে পারবে না।’

ভিনির গোলে ব্রাজিলের বিশ্বকাপ টিকিট, বেঁচে গেল ১০ জনের আর্জেন্টিনাভিনির গোলে ব্রাজিলের বিশ্বকাপ টিকিট, বেঁচে গেল ১০ জনের আর্জেন্টিনা

নিজেদের মাঠে খেললেও আর্জেন্টিনা বেশ চাপে পড়ে যায়। ২৪ মিনিটে লুইস দিয়াজ গোল করে এগিয়ে দেন কলম্বিয়াকে। এমনকি একটা পর্যায়ে ১০ জনের দলে পরিণত হয় আলবিসেলেস্তেরা। ৭০ মিনিটে কলম্বিয়ান মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করেই লাল কার্ড দেখেছেন এনজো ফার্নান্দেজ। ১০ জনের আর্জেন্টিনা থিয়াগো আলমাদার গোলে কোনোমতে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে। রেফারি হুয়ান বেনিতেজের সিদ্ধান্তে মেসিকে অসন্তোষ প্রকাশ করতেও দেখা গেছে।

আর্জেন্টিনা এখনো বাছাইপর্বের শীর্ষে অবস্থান করছে। ১৬ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট এখন স্কালোনির দলের। দুই ও তিনে থাকা ইকুয়েডর, ব্রাজিল উভয়েরই ২৫ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা তিন দলই খেলেছে ১৬টি করে ম্যাচ।

এই সম্পর্কিত আরো

আগুন সন্ত্রাসীরা তাদের কার্যকলাপ বন্ধ না করলে, বিএনপি তাদের প্রতিহত করতে প্রস্তুত: অ্যাডভোকেট জামান

৩৮ পুলিশ কর্মকর্তাকে বদলি, জিএমপিতে নতুন কমিশনার

রাক্ষসী মাছ শোল-গজার পৌঁছে গেছে শ্রীলঙ্কায়—ফন্দি এঁটেছেন জেলেরাও

দিল্লি হামলার তদন্তের কেন্দ্রে শাহীন ও পারভেজ, যেভাবে জড়িত দুই চিকিৎসক ভাই-বোন

সিলেট ক্রিকেটে ইতিহাস: নারী দলের প্রথম ম্যানেজার সেলীনা আক্তার

ব্যবসায়ীর ২৭ লাখ টাকা আত্মসাতের মামলায় মেহজাবীনের জামিন

বেসরকারি স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ডিসি-ইউএনও

সশস্ত্র বাহিনীর সদস্যদের কাতারের বাহিনীতে চাকরি, প্রথম ধাপে নিয়োগ ৮০০

রাজধানীর জুরাইনে ককটেল বিস্ফোরণ, আটক ১

এবার নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার