শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাবার তৈরি, ৩০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জের নদীর তীর থেকে গৃহবধুর রহস্যময় লাশ উদ্ধার গুম কমিশন হচ্ছে না, কাজ করবে মানবাধিকার কমিশন বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটে, মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে: পাটওয়ারী জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে: রিজভী নবীগঞ্জের ২৫ অতিথি পাখি বালিহাঁস অবমুক্ত করেছে প্রশাসন দেশের বাজারে স্বর্ণের দরপতন ১২৭৮ কেজি ওজনের কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বয়স নয় ইচ্ছাশক্তিই বড়, ৬৯ বছরে পিএইচডি করে বাবার স্বপ্ন পূরণ সিলেটভিউয়ের নিজস্ব প্রতিবেদক তমাল ফেরদৌস দুলাল আর নেই
advertisement
খেলাধুলা

ওয়ানডেকে বিদায় জানিয়ে দিলেন ম্যাক্সওয়েল

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের সেই অপরাজিত বিধ্বংসী ২০১ রানের ইনিংসটি এখনও সবার চোখে ভাসে। ওয়াংখেড়েতে যন্ত্রণাদায়ক ক্র্যাম্প নিয়ে এক পায়ে ভর করেই অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন সেমিফাইনালে। অজিদের সেই মহানায়ক আজ চিরবিদায় জানিয়ে দিয়েছেন ওয়ানডে ক্রিকেটকে। ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে আপাতত এই অজি অলরাউন্ডারের দৃষ্টি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে।


‘ফাইনাল ওয়ার্ড পডকাস্ট’-এ দেয়া এক দীর্ঘ এক সাক্ষাৎকারে অবসরের এই সিদ্ধান্তের কথা জানান ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে তার আলোচনার একটি প্রসঙ্গে ধরে এই ৩৬ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘আমি তাকে বলেছি, “আমি সেই (২০২৭) বিশ্বকাপে খেলতে পারব বলে আমার মনে হয় না। সময় হয়েছে আমার জায়াগায় অন্য কাউকে সুযোগ দেয়ার, যেন তারা সেটি নিজের করে নিতে পারে।” আশা করি তারা সেই ভূমিকাটা ধরে রাখতে যথেষ্ট সময় পাবে।’ চ্যাম্পিয়নস ট্রফিতে গত ফেব্রুয়ারি-মার্চে তিনটি ম্যাচ খেলেন ম্যাক্সওয়েল। ইংল্যান্ডের বিপক্ষে নিজের স্বভাবসুলভ ব্যাটিংয়ে ১৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচ ভেসে যাওয়ায় ব্যাট হাতে নিতে পারেননি। ভারতের বিপক্ষে করেন ৭ রান। দুবাইয়ের সেই ম্যাচটিই ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল এই ডানহাতি ব্যাটারের।


২০১২তে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ম্যাক্সওয়েল। ১৩ বছরে ৫০ ওভারের ম্যাচ খেলেছেন ১৪৯টি। চার হাজার ওয়ানডে রানের মাইলফলক থেকে স্রেফ ১০ রান দূরে থেকেই ইতি টানলেন এই মারকুটে ব্যাটার। এ ছাড়া হাত ঘুরিয়ে অফ স্পিনে তুলে নিয়েছেন ৭৭ উইকেট। তার নামের পাশে আছে দু’টি বিশেষ অর্জন। ১২৬.৭০ স্ট্রাইক রেটে গড়ে ৩৩.৮১ রানে মোট ৩৯৯০ রান রয়েছে ম্যাক্সওয়েলের খাতায়। ওয়ানডে ইতিহাসে অন্তত দুই হাজার রান কর আর কোনো ব্যাটারের স্ট্রাইক রেট ১১৭.০৫-এর ওপরে নেই। অধিকাংশ সময়ে ফিনিশার হিসেবে খেলা ম্যাক্সওয়েলের সেঞ্চুরি আছে চারটি, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত মুম্বাইয়ে আফগানদের বিপক্ষে সেই অপরাজিত ২০১ রানের ইনিংস। ওয়ানডে ইতিহাসে রান তাড়ায় সেটিই ছিল প্রথম ডাবল সেঞ্চুরি এবং নন ওপেনারদের মধ্যেও প্রথম। অজি অধিনায়ক প্যাট কামিন্স তো সেটিকে ‘সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস’ বলেই আখ্যা দিয়েছেন। আর ওয়ানডের প্রথম ডাবল সেঞ্চুরিয়াম শচীন টেন্ডুলকারও সেটি নিজের দেখা সেরা ওয়ানডে ইনিংস বলে অভিহিত করেন। সেই ম্যাচে এই সংস্করণে অস্ট্রেলিয়ার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান ম্যাক্সওয়েল ইনিংসটি খেলেন ছয়ে নেমে। ২৯২ রান তাড়ায় ৭ উইকেট হারিয়ে ৯১ রানে অস্ট্রেলিয়া যখন ধুঁকছিল, তখনই ত্রাতা হয়ে আসেন তিনি। শেষ পর্যন্ত মাঠ ছাড়েন দলকে ৩ উইকেটের জয় এনে দিয়ে। ওই জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া। পরে ভারতের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে জেতে নিজেদের ষষ্ঠ শিরোপা।

এই সম্পর্কিত আরো

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাবার তৈরি, ৩০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জের নদীর তীর থেকে গৃহবধুর রহস্যময় লাশ উদ্ধার

গুম কমিশন হচ্ছে না, কাজ করবে মানবাধিকার কমিশন

বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটে, মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে: পাটওয়ারী

জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে: রিজভী

নবীগঞ্জের ২৫ অতিথি পাখি বালিহাঁস অবমুক্ত করেছে প্রশাসন

দেশের বাজারে স্বর্ণের দরপতন

১২৭৮ কেজি ওজনের কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

বয়স নয় ইচ্ছাশক্তিই বড়, ৬৯ বছরে পিএইচডি করে বাবার স্বপ্ন পূরণ

সিলেটভিউয়ের নিজস্ব প্রতিবেদক তমাল ফেরদৌস দুলাল আর নেই